জনগণের আস্থা অর্জনে কাজ করছে বিএনপি -অব: লে. কর্নেল আজাদ

ধনবাড়ী রাজনীতি

হাফিজুর রহমান, ধনবাড়ী প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের মানুষের আস্থা অর্জনের মাধ্যমে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব। আর এ জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তারই নির্দেশনা মোতাবেক টাঙ্গাইল (মধুপুর-ধনবাড়ী)-১ আসনে জনগনের উন্নয়নে কাজ করে যাচ্ছে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ সেনাবাহিনীর অবঃ লে. কর্নেল আসাদুল ইসলাম আজাদ।

 

মধুপুর উপজেলার ফুলবাগচালা এলাকায় কর্নেল আজাদ সমর্থক গোষ্ঠির আয়োজনে আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শনিবার, ২০ সেপ্টেম্বর রাতে ওই এলাকার জনসাধারণের সাথে নির্বাচনী মতবিনিময় সভায় মধুপুর উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম মাসুদ তার পক্ষে এসব কথা বলেন।

এসময় তিনি আরোও বলেন, বিএনপির উপর জনগনের পুনঃ আস্থা ফিরিয়ে আনতে মধুপুর ও ধনবাড়ী উপজেলায় অসহায় দরিদ্র মানুষের পাশে থেকে নেতা কর্মীদের সাথে নিয়ে দলীয় সকল কর্মকান্ড করে যাচ্ছেন। তবে বিএনপি নেতা কর্নেল আজাদের উদ্দ্যেশ্য আগামী দিনে দেশের তরুণ ছেলে মেয়েদেরকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দুই উপজেলায় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের পদক্ষেপ নিয়েছেন।

মত বিনিময় সভায় মধুপুর উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, মধুপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম মাসুদ, মধুপুর উপজেলা বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক নুরুল আলম মেম্বার, মির্জাবাড়ী ইউনিয়ন বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক সুরুজ্জামান লুল্লু, যুবদল নেতা মিনহাজ হোসেন, ছাত্রদল নেতা মোজাম্মেল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য দেন।

এ সময় ফুলবাগচালা ইউনিয়নসহ ধনবাড়ী-মধুপুরের বিএনপি নেতা কর্নেল আজাদ সমর্থক নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *