টাঙ্গাইলে নিষিদ্ধপল্লি থেকে যুবলীগ নেতা জনি গ্রেপ্তার

অপরাধ আইন আদালত টাঙ্গাইল সদর রাজনীতি

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় শহর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ জনিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

সোমবার, ১৫ সেপ্টেম্বর দুপুরে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে রবিবার, ১৪ সেপ্টেম্বর রাতে শহরের কান্দাপাড়া যৌনপল্লি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শাহ জনি শহরের আকুরটাকুর পাড়া এলাকার মো. ইসরাফিলের ছেলে। তিনি যুবলীগের শহর কমিটির যুগ্ম আহ্বায়ক।

 

পুলিশ জানায়, ২০২৪ সালের ৪ আগস্ট বেলা ১১টায় শহরের বটতলায় এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে মিছিলে গুলির ঘটনা ঘটে। এতে কালিহাতীর চিনামুরা গ্রামের লাল মিয়া গুলিবিদ্ধ হন। পরে এ ঘটনায় লাল মিয়া টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদকসহ ২৩০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত পরিচয় আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়। সেই মামলায় শাহ জনি ৪১ নম্বর আসামি ছিলেন।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, গোপন খবর পেয়ে শাহ জনিকে যৌনপল্লি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় একাধিক মামলা রয়েছে। তবে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *