
সখিপুর প্রতিনিধি: কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরোত্তম বলেছেন, আমরা আওয়ামী লীগ চাই না; জয় বাংলা চাই। শেখ হাসিনাকে চাই না বঙ্গবন্ধুকে চাই, বাংলাদেশকে চাই। এটার বিরুদ্ধে যারা যাবেন যান অসুবিধা নাই। আর যারা বঙ্গবন্ধু, স্বাধীনতা, বাংলাদেশ এটা বিশ্বাস করে আমরা তাদের সাথে আছি। মুক্তিযুদ্ধকে গালি দিলে বঙ্গবন্ধুকে গালি দেওয়া হয়, জিয়াউর রহমানকে গালি দেওয়া হয়। জিয়াউর রহমান একজন শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা। জিয়াউর রহমান সম্পর্কে হাজার কথা বলতে পারে আওয়ামী লীগ কিন্তু তার মুক্তিযুদ্ধ বিষয়ে আমার বিন্দুমাত্র সন্দেহ নাই। জিয়াউর রহমান আমার থেকেও বড় মুক্তিযোদ্ধা।
তিনি আরো বলেন, শেখ হাসিনা যখন ছিল তারেক রহমানের একটা কথাও আমার পছন্দ হইত না, কিন্তু শেখ হাসিনা যাওয়ার পরে তারেক রহমানের একটা কথাও আমি অপছন্দ করতে পারতেছি না। বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, সেদিন ভূয়াপুর গিয়েছিলাম; মিটিং শেষে দালাল দালাল বলে শ্লোগান দিয়েছে, আমার কাছে ভালো লেগেছে। দালাল বলা খারাপ না। একাত্তরের দালাল আর আজকের দালালের মধ্যে পার্থক্য আছে। বলছে বলুক, জয় বাংলা চলবে না চলুক। তুমি বল চলবে না, আমি বলি চলবে। প্রতিবাদ করলে করুক, মিছিল করলে করুক তবে মানুষ কি বলে সেটা শুইনা দেইখো।
তিনি শনিবার (৬ সেপ্টেম্বর) বেলা বারোটায় দলীয় কার্যালয় খান মার্কেটে সখিপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপজেলা কৃষক শ্রমিক জনতালীগ সভাপতি আব্দুস সবুর খাঁনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সজীবের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম সম্পাদক আব্দুর রহমান, আব্দুল্লাহ মিয়া বীর প্রতীক, এটিএম সালেহ হিটলু, সানোয়ার হোসেন মাস্টার, আশিক জাহাঙ্গীর, আলমগীর সিদ্দিকী, দেলোয়ার হোসেন মাস্টার, দুলাল হোসেন প্রমুখ।
পরে এক পর্যায়ে দুপুর আড়াইটার দিকে বর্ধিত সভায় অসুস্থ হয়ে পড়েন বঙ্গবীর কাদের সিদ্দিকী। এ সময় সভা বাতিল হয়ে যায়।