টাঙ্গাইলে জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুর

অপরাধ টাঙ্গাইল সদর রাজনীতি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ দলটির নেতাকর্মীদের হামলার প্রতিবাদে টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুর করা হয়েছে। ওই কার্যালয়ের সাইনবোর্ড, চেয়ারসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে।

শনিবার, ৩০ আগস্ট সকাল সাড়ে ১১টার দিকে টাঙ্গাইল শহরে থানার পাশে জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুর করা হয়।

 

এর আগে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ শতাধিক নেতাকর্মীদের উদ্দেশ্য জাতীয় পার্টি ও আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক হামলার প্রতিবাদে জেলা গণঅধিকার পরিষদের উদ্যোগে সকাল ১১টার দিকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নিরালা মোড় পার হয়ে টাঙ্গাইল সদর থানার পাশে জেলা জাতীয় পার্টির অফিসে যায়। এসময় নেতাকর্মীরা জাতীয় পার্টির অফিস ভাঙচুর করেন। একপর্যায়ে অফিসের ভেতরে প্রবেশ করে চেয়ার ভাঙচুর করা হয়।

পরে বিক্ষোভ মিছিলটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেকপুর এলাকায় গিয়ে মহাসড়ক অবরোধ করে দলটির নেতাকর্মীরা। প্রায় এক ঘণ্টা সেখানে অবস্থানের পর সেনাবাহিনীর হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার করে নেয় নেতাকর্মীরা।

টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভীর আহম্মেদ বলেছেন, আমরা তাদের নিয়ন্ত্রণের চেষ্টা করেছিলাম। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, রাজধানীর কাকরাইলে শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের মধ্যে এক সংঘর্ষ হয়। জাপার কার্যালয়ের সামনে দিয়ে গণঅধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় এ ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হকসহ বেশ কয়েকজন আহত হন। এর জের ধরে টাঙ্গাইলে জাতীয় পার্টির কার্যালয়ে হামলার ঘটনা ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *