
নিজস্ব প্রতিবেদক: বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, আন্দোলনে বিএনপির প্রায় সাড়ে ৪০০ নেতাকর্মী শহীদ হয়েছেন। তারেক রহমানের নেতৃত্বে শত শহীদের রক্তের বিনিময়ে আজকে ফ্যাসিবাদের পতন হয়েছে।
বুধবার, ২০ আগস্ট টাঙ্গাইলের শহীদ মিনারে জেলা স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি এসব কথা বলেন।
সুলতান সালাউদ্দিন টুকু আরো বলেন, বিগত দিনে স্বৈরাচার ভোটের রাজনীতি ধ্বংস করেছে। দেশের মানুষের নাগরিক অধিকার হরণ করেছে। শেখ হাসিনা দিনের ভোট রাতে নিয়ে মানুষের ভোটের অধিকার হরণ করেছেন। বিশ্বের দরবারে যাকে বলে নিশি রাতের ভোট ডাকাত সরকার। তিনি আরো বলেন, আমাদের অসংখ্য নেতাকে গুম ও হত্যা করেছে তারা। আমাদের নেত্রীকে ৬ বছর জেলে নির্যাতন করেছে। আমরা ক্ষমতার জন্য রাজনীতি করছি না, মানুষের অধিকার মানুষকে ফিরিয়ে দিতে চাই।
এরআগে শহীদ মিনার থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। টাঙ্গাইল সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামীম আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তরিকুল ইসলাম খান ঝলক প্রমুখ।
পরে তিনি পৌরসভার কাগমারা এলাকায় মৃত মোশাররফ করিমের স্বজনদের সমবেদনা জানাতে ছুটে যান। সেখানে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যেদিন থেকে ছাত্র রাজনীতি শুরু করেছি, সেদিন থেকেই মানুষের সুখে-দুঃখে পাশে থেকেছি। মানুষের কল্যাণের জন্য সবসময়ই আছি। নির্বাচনের আগেও আছি, পরেও আছি ইনশাআল্লাহ। মানবতা এবং উন্নয়নের কাজে সব সময় আছি, সেটি অব্যাহত থাকবে। একজন রাজনৈতিক ব্যক্তির জন্য সত্যিকার মহত্ত্ব হচ্ছে মানবিকতার কাজে ঝাঁপিয়ে পড়া। সেটি আমি ছোটবেলা থেকেই করে আসছি।
জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক শানু, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য সৈয়দ শহীদুল আলম টিটু, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, জেলা যুবদলের আহ্বায়ক রাশেদুল আলম রাশেদ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।