টাঙ্গাইল জেলা কারাগারে মাদকবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

আইন আদালত টাঙ্গাইল সদর পরিবেশ স্বাস্থ্য

নিজস্ব প্রতিবেদক: মাদকমুক্ত সমাজ বিনির্মাণের লক্ষ্যে মাদক মামলায় আটক কারাবন্দিদের নিয়ে টাঙ্গাইল জেলা কারাগারে মাদকবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

টাঙ্গাইল জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বুধবার, ২০ আগস্ট সকালে এ সভার আয়োজন করে।

 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক। এ সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুব হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এইচ. এম. মাহবুব রেজওয়ান সিদ্দিকী, জেল সুপার মোঃ শহিদুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টাঙ্গাইল এর উপ-পরিচালক মুকুল জ্যোতি চাকমা, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ তৌহিদুল ইসলাম প্রমুখ।

সভায় মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে কারাবন্দিদের সচেতন করা হয় এবং মাদকের কুফল সংক্রান্ত ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। সভা শেষে মাদক মামলায় আটক কারাবন্দীরা মাদক গ্রহণ না করার প্রত্যয়ে মাদকবিরোধী শপথ পাঠ করেন।

সভায় জেলা প্রশাসন, জেলা কারাগার ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভার আগে জেলা প্রশাসক শরীফা হক জেলা কারাগার পরিদর্শন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *