টাঙ্গাইলে ঠিকাদারের ওপর সন্ত্রাসী হামলায় ৩ আসামিকে গ্রেপ্তার

অপরাধ আইন আদালত টাঙ্গাইল সদর

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে ঠিকাদার রানা আহাম্মেদের ওপর সন্ত্রাসী হামলা ও গুলি নিক্ষেপের চাঞ্চল্যকর ঘটনার মামলায় যুবলীগ নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

রবিবার, ১৭ আগস্ট বিকেলে তাদের আদালতে পাঠানো হয়। এর আগে শনিবার, ১৬ আগস্ট শহরের আদালত পাড়াসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- শহরের কাগমারা মেসের মার্কেট এলাকার আতাব আলীর ছেলে শাহীন (৩২), সন্তোষ এলাকার শফিকুল ইসলামের ছেলে শাকিল আহমেদ (২৭), ধরেরবাড়ি এলাকার মৃত আবু সাইদের ছেলে ও বাঘিল ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি উজ্জল হোসেন (৩৮)।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরোধীতা করে আন্দোলনরত ছাত্রদের ওপর হামলা করার অভিযোগও রয়েছে উজ্জল হোসেনের বিরুদ্ধে।

টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানবীর আহাম্মেদ বলেন, তথ্য প্রযুক্তি ব্যবহার করে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

উল্লেখ্য, গত ২৬ মে শহরের বেলটিয়াবাড়ী মোড়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ঠিকাদার পলাশতলী এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে রানা আহাম্মেদ (৫৫) সন্ত্রাসী হামলার শিকার হন। এ সময় কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে সন্ত্রাসীরা। পরে গুরুতর আহত অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন রানা আহাম্মেদ। পরবর্তীতে তার স্ত্রী মীরা আক্তার বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *