ঘাটাইলে সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

অপরাধ ঘাটাইল মানববন্ধন মিডিয়া

ঘাটাইল প্রতিনিধি: ঘাটাইলে উপজেলায় সকল সাংবাদিকদের উপস্থিতিতে গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার, ১০ আগষ্ট সকাল ১১টায় উপজেলা পরিষদ গেইটের সামনে ঘাটাইল প্রেসক্লাব, জাতীয় সাংবাদিক সংস্থা, ঘাটাইল রিপোর্টার্স ইউনিটি, ঘাটাইলের অন্যান্য সাংবাদিকবৃন্দের অংশগ্রহণে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

উক্ত মানববন্ধনে বক্তারা গাজীপুরে দৈনিক প্রতিনিদের কাগজ পত্রিকার ষ্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে হত্যার তীব্র নিন্দা, হত্যাকারীদের দ্রুত বিচার ট্রাইবুনাল আইনের আওতায় এনে বিচার করে ফাঁসির দাবি জানান। একই সাথে সকল সাংবাদিক নির্যাতনকারীদের বিচার দাবী করে সাংবাদিক সুরক্ষা আইন বাস্তয়নের জন্য বর্তমান সরকারকে ব্যবস্থা গ্রহণ করারও দাবী জানান।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মোঃ কামাল হোসেন, যুগান্তর প্রতিনিধি খান মোঃ ফজলুর রহমান, বাংলাদেশ টুডের প্রতিনিধি নজরুল ইসলাম, দৈনিক মানবজমিন প্রতিনিধি এবিএম আতিকুর রহমান, এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি আব্দুল লতিফ, দৈনিক মজলুমের কণ্ঠ প্রতিনিধি রেজাউল করিম রাজু, দৈনিক সংগ্রামের ঘাটাইল প্রতিনিধি খায়রুল ইসলাম, মোহনা টিভির উত্তর টাঙ্গাইল প্রতিনিধি গোলাম মোস্তফা, আনন্দ টিভির উত্তর টাঙ্গাইল প্রতিনিধি আবু মোঃ সোয়েব ডন, দৈনিক বাংলাদেশের আলো ঘাটাইল প্রতিনিধি মোঃ আশরাফুল ইসলাম, বাংলা নিউজ টুয়েন্টি ফোর প্রতিনিধি রাহাতুজ্জামন সরকার, দৈনিক ঢাকা প্রতিদিনের ঘাটাইল প্রতিনিধি মোঃ নাজমুল ইসলাম।

এ সময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাই টিভির ঘাটাইল প্রতিনিধি মোঃ রায়হান মিয়া, চ্যানেল এস এর ঘাটাইল প্রতিনিধি মারুল হোসেন, নিউজ টুয়েন্টি ওয়ানের ষ্টাফ রিপোর্টার ইয়ামীন হাসান, দৈনিক লাখো কণ্ঠের ঘাটাইল প্রতিনিধি নাসির উদ্দীন রিপন, দৈনিক মানবাধিকার প্রতিদিনের মোঃ শফিকুল ইসলাম, মুভি বাংলা টিভি ও ঘাটাইল ঘাটাইল মিডিয়ার পরিচালক মোঃ আশিকুর রহমান (আশিক), দৈনিক প্রলয়ের ভ্রাম্যমাণ প্রতিনিধি নাজিম উদ্দীন, দৈনিক সকালের শিরোনামের মাঈনুল ইসলাম স্বপন, দৈনিক দৃষ্টি প্রতিদিনের প্রতিনিধি আব্দুল কাদের, দৈনিক চৌকস প্রতিনিধি সাগর, দৈনিক বাংলাদেশ সমাচার ঘাটাইল প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম, দৈনিক গণমানুষের কন্ঠের ঘাটাইল প্রতিনিধি আঃ রহিম, দৈনিক সকালের ঘাটাইল প্রতিনিধি ফারুক আহমেদ, দৈনিক আই বার্তার ঘাটাইল প্রতিনিধি ইমরান হোসেন, সাংবাদিক বিপ্লব হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *