টাঙ্গাইলে বিএনপির তিন নেতার বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন

অপরাধ আইন আদালত টাঙ্গাইল সদর

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল শহর বিএনপির তিন নেতার নামে দায়ের করা ‘মিথ্যা’ মামলা প্রত্যাহার ও তাদের গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন, সাংবাদিক সম্মেলন এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

 

সোমবার, ৪ আগস্ট সকালে টাঙ্গাইল শহরে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়। পরে টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে অভিযুক্তদের পরিবার ও এলাকাবাসী বক্তব্য তুলে ধরেন।

মানববন্ধনে বক্তব্য দেন অভিযুক্ত জুবায়ের হোসেনের ভাই মো. মনিরুজ্জামান, মাছুম আহম্মেদ, হাফেজ মোহাম্মদ আলী, শারমিন আক্তার, লিপি আক্তার প্রমুখ।

বক্তারা বলেন, টাঙ্গাইল শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. জুবায়ের হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক ও ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি গোলাম রাব্বানী এবং ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম মিয়াকে পুলিশ মিথ্যা চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার করেছে। এই ডিজিটাল যুগে কেউ চিঠি দিয়ে চাঁদা দাবি করবে- এটা পাগলেও বিশ্বাস করবে না। তারা সবাই এলাকায় সুনামের সঙ্গে ব্যবসা করেন এবং ধনাঢ্য পরিবারের সন্তান। এর আগে বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ও নানা জুলুম-অত্যাচারের শিকার হয়েছেন।

তারা আরও বলেন, এই মামলার পেছনে পুলিশি ষড়যন্ত্র রয়েছে। অবিলম্বে মামলা প্রত্যাহার ও তিন নেতার নিঃশর্ত মুক্তি দিতে হবে। অন্যথায় সন্তোষ এলাকার জনগণ দুর্বার আন্দোলনে নামবে।

পরে প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মো. জুবায়ের হোসেনের ভাই মো. মনিরুজ্জামান। সম্মেলনে অভিযুক্তদের স্বজন ও সন্তোষ এলাকার স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ‘কিলার গ্যাং’ নামে একটি সংগঠনের প্যাডে এক মাছ ব্যবসায়ীর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে পাঠানো চিঠির ঘটনায় বিএনপির ওই তিন নেতাসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার, ১ আগস্ট রাতে ও শনিবার, ২ আগস্ট ভোরে টাঙ্গাইল পৌরসভার সন্তোষ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। পরে টাঙ্গাইল জেলা বিএনপি গ্রেপ্তার হওয়া তিন নেতাকে দল থেকে বহিষ্কার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *