মির্জাপুরে স্বামীকে অপহরণ করিয়ে মুক্তিপণ দাবি, স্ত্রীসহ গ্রেপ্তার ৬

অপরাধ আইন আদালত দুর্ঘটনা মির্জাপুর

মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুরে স্বামীকে অপহরণ করিয়ে চার লাখ টাকা মুক্তিপণ দাবির ঘটনায় ভুক্তভোগীর স্ত্রীসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার, ২ আগস্ট দুপুরে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

এর আগে শুক্রবার, ১ আগস্টসন্ধ্যায় উপজেলার গোড়াই ইউনিয়নের পালপাড়া গ্রাম থেকে জিম্মি অবস্থায় থাকা ভুক্তভোগী রহিম মিয়াকে উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তার করা হয়।

 

আসামিরা হলেন- উপজেলার গোড়াই ইউনিয়নের মীর দেওহাটা গ্রামের নাজিম উদ্দিনের ছেলে হাসান মোল্লা (৩৪), মীর দেওহাটা গ্রামের মৃত আতোয়ার হোসেনের ছেলে ইমরান হোসেন (২৫), রহিম সিকদারের ছেলে জহিরুল ইসলাম (২৪), কোদালিয়া গ্রামের খোরশেদ আলীর ছেলে মো. রানা (২০), বহুরিয়া ইউনিয়নের বহুরিয়া গ্রামের মঙ্গল সিকদারের ছেলে আরিফ (৩৩) ও গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন তালচানা গ্রামের আলকেসের মেয়ে আকলিমা বেগম (৪০)।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, অপহরণের শিকার আব্দুর রহিম ও গ্রেপ্তার আকলিমা আক্তার স্বামী-স্ত্রী। তারা ইটভাটায় কাজ করতেন। ভাটার ইট উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার পর আব্দুর রহিম তার নিজ এলাকায় চলে যান। সেখানে তার আরেক স্ত্রী রয়েছে। ৬/৭ মাস ধরে আব্দুর রহিম দ্বিতীয় স্ত্রী আকলিমার সঙ্গে যোগাযোগ না করায় তাকে শায়েস্তা করার ফন্দি করেন তিনি। ফোন করে তাকে মির্জাপুরে আসতে বলেন।

আব্দুর রহিম মির্জাপুরে আকলিমার ভাড়া বাসায় আসার পরপরই রাকিব হোসেন নামের এক তরুণের নেতৃত্বে গ্রেপ্তারকৃত আসামিরা মারধর করে জিম্মি করে। আসামিরা স্বজনদের কাছে ফোন করে চার লাখ টাকা মুক্তিপণ দাবি করে। স্বজনরা ৯৯৯-এ ফোন করে ঘটনাটি পুলিশকে জানান। পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত আসামিরা এলাকায় মাদক নির্মূল কমিটির নেতৃত্ব দিত। কিন্তু এর অন্তরালে তারা বিভিন্নভাবে চাঁদাবাজি করে কাজ যাচ্ছিল বলে অভিযোগ পাচ্ছি। এমন একটি ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর তাদেরকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *