
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে এস আলম গ্রুপের মালিকানাধীন পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির গ্রাহকদের জমাকৃত অর্থ ফেরতের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী গ্রাহকরা। শনিবার (১৯ জুলাই) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন হয়।
মানববন্ধনে জেলার বিভিন্ন স্থান থেকে আগত ক্ষতিগ্রস্ত গ্রাহকরা অংশ নেন। এতে ভুক্তভোগী ছানোয়ার হোসেন মোল্লা, মর্জিনা, মো. রবিউল, ঈমান আলী প্রমুখ বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তারা বলেন, এস আলম গ্রুপের মালিকানাধীন পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির গ্রাহকদের বীমার মেয়াদ পূর্তির ৫ বছর পরেও টাকা ফেরত দিচ্ছে না। এদিকে রাজনৈতিক পটপরিবর্তনের পর এস আলম গ্রুপ পালিয়ে যাওয়ায় টাঙ্গাইলের পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির কর্মকর্তা ও কর্মচারীরা অফিস রেখে গা ঢাকা দিয়েছেন। এতে গ্রাহকরা বিপাকে পড়েছেন। এমনকি গ্রাহকদের বারবার ঘুরিয়েও কোনো জবাব দিচ্ছে না প্রতিষ্ঠানটি। এভাবে হাজারো গ্রাহক অর্থ আটকে পড়ে চরম দুর্ভোগে পড়েছেন।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে গ্রাহকদের পাওনা অর্থ লভ্যাংশসহ ফেরতের জোর দাবি জানান এবং সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।