টাঙ্গাইলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে প্রতীকী ম্যারাথন

উৎসব খেলা টাঙ্গাইল সদর দিবস

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে ৫ কিমি. প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সোয়া ৭ টায় বেলুন উড়িয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক শরীফা হক।

 

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার, টাঙ্গাইল যুব উন্নয়নের নির্বাহী পরিচালক মনিরুজ্জামান খান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লাবিুজ্জামান মুস্তাবীন, জেলা ক্রীড়া কর্মকর্তা রফিকুল ইসলাম, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, টাঙ্গাইল ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, জেলা এনসিপির সাধারণ সম্পাদক মাসুদুর রহমান রাসেল, জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নবাব আলী প্রমুখ।

জেলা প্রশাসনের আয়োজনে ভোরের পাখির ডাকের সাথে সাথে জেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় ৮০০ দৌড়বিদ জেলা প্রশাসকের কার্যালয়ে এসে প্রতীকী ম্যারাথন প্রতিযোগিতায় রেজিস্ট্রেশন করেন। রেজিষ্ট্রেশন শেষে সকাল সোয়া ৭টায় শুরু হয় ম্যারাথন। এতে জুলাই আন্দোলনকারী, শহিদ পরিবারের সদস্য, সরকারি বেসরকারি কর্মকর্তাসহ সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

 

জেলা প্রশাসক কার্যালয় থেকে শুরু হয়ে বটতলা, নিরালা মোড়, শান্তিকুঞ্জ মোড়, বেবীস্ট্যান্ড হয়ে সন্তোষ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেটে গিয়ে প্রতীকী ম্যারাথন শেষ হয়। ৮০০ জন প্রতিযোগির মধ্যে সেরা দৌড়বিদ হয়েছেন হয়েছেন সদরের বিন্যাফৈর এলাকার ২১ বছর বয়সী অর্নাস পড়ুয়া ছাত্র শাহাদত হোসেন, ২য় হয়েছেন সাকরাইল এলাকার ২৮ বছর বয়সী রাকীব এবং ৩য় হয়েছেন বিবেকানন্দ হাইস্কুল এন্ড কলেজের নবম শ্রেণির ছাত্র ফাহাদুল ইসলাম।

প্রতীকী ম্যারাথন শেষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মামুন। এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক আল আমিন, সাইদুল, ফাহাদ, সজিব মাহমুদ, আহত ছাত্রনেতা খোকন, সজিব প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *