কালিহাতীতে বিএনপি নেতার ইশারায় কৃষকের পুকুর দখলের অভিযোগ

অপরাধ কালিহাতী দুর্নীতি

কালিহাতী প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে বিএনপি নেতা শুকুর মাহমুদের ইশারায় কৃষকের ১৪৪ শতাংশ পুকুরসহ ভূমি জবরদখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই কৃষক কালিহাতী আমলী আদালতে মামলা দায়ের করেছে।

কালিহাতী উপজেলার সহদেবপুর ইউনিয়নের সহদেবপুর গ্রামে সম্প্রতি জবর দখলের এ ঘটনা ঘটে।

 

মামলা সূত্রে জানা গেছে, ওই কৃষকের নাম মো. ছরোয়ার আলম। তিনি সহদেবপুর গাছপাড়া গ্রামের ওয়াহেদ আলী সরকারের ছেলে। সহদেবপুর মৌজার পৈত্রিক সূত্রে পাওয়া ১৪৪ শতাংশ ভূমি ভোগ দখল করে আসছেন। ওই জমিতে কিছু অংশ খাস খতিয়ান থাকায় স্থানীয় বিএনপি নেতার ইন্দনে কিছু দুস্কৃতিকারী সাকুল্য ভূমি জবরদখল করে নেয়। বাধা দিতে গেলে বিএনপি নেতার সন্ত্রাসী বাহিনীরা তাকে মারপিট করে। পরে ৭ জনকে বিবাদী করে কৃষক ছরোয়ার আলম মামলা দায়ের করেন যার পিটিশন নাম্বার ১২৬১/২৪। বর্তমানে মামলাটি তদন্তধীন রয়েছে।

 

স্থানীয়রা জানায়, দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার পর কৃষক ছরোয়ার আলমের ১৪৪ শতাংশ ভূমির কিছু অংশ খাস খতিয়ানে থাকায় পুকুরসহ সাকুল্য জায়গা বেদখল দেয়। বাঁধা দিতে গেলে ছরোয়ারকে মারপিট করে হাসপাতালে পাঠায়। এ ঘটনায় কৃষক ছরোয়ার আরেকটি মামলা করেছেন।

স্থানীয়রা আরও জানায়, ক্ষমতার দাপটে ওই নেতার বাহামভুক্ত লোকজন ওই জমিগুলো জবরদখলে নিয়েছে। এ ঘটনার সুষ্ঠু বিচার হওয়া উচিত।
এ ঘটনায় কৃষক ছরোয়ার আলম জানায়, আমি পৈত্রিক সূত্রে দীর্ঘদিন যাবত ভোগ দখল করে আসছি। সম্প্রতি দেশের রাজনৈতিক পট পরিবর্তন হওয়ার পরপর তারা আমার জায়গাগুলো বেদখন দেয়। আমি এ ঘটনার বিচার চাই।

এ বিষয়ে সহদেবপুর ইউনিয়নের চেয়ারম্যান ও স্থানীয় বিএনপি নেতা শুকুর মাহমুদের নিকট জানতে চাইলে তিনি জানান, বিষয়টি তিনি জানেন। পরবর্তীতে স্থানীয়ভাবে বসে মীমাংসার আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *