
মির্জাপুর প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে অটো রিকশা চালক ফালু মিয়াকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। সোমবার বিকেলে উপজেলার পাকুল্যা বাসস্ট্যান্ডে এই মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে।
মানববন্ধন চলাকালে এই হত্যাকান্ডের সাথে জড়িত জিয়ারত মৃধা, মামুন মিয়া ও নুরজাহান বেগমের ফাঁসির দাবি করে বক্তৃতা করেন নিহত ফালু মিয়ার স্ত্রী বিউটি বেগম, জামুর্কী ইউনিয়ন কৃষক দলের সভাপতি রাসেল সিকদার, ইউনিয়ন যুবদলের সভাপতি হান্নান মিয়া, সাধারণ সম্পাদক মঞ্জুরুল হাসান মঞ্জু প্রমুখ।
উল্লেখ্য, গত ৮ জুলাই মঙ্গলবার রাতে জামুর্কী গুচ্ছগ্রামে অটো রিকশা চুরির অপবাদ দিয়ে ফালু মিয়াকে পিটিয়ে হত্যার পর ফাসিতে ঝুলিয়ে রাখে একই গ্রামের জিয়ারত মৃধা, তার স্ত্রী নুরজাহান বেগম এবং শ্যালক মামুন মিয়া। এই ঘটনায় ফালু মিয়ার বাবা জলিল মিয়া বাদী হয়ে মির্জাপুর থানায় মামলা করেন। এই মামলায় জিয়ারত মৃধা ও তার শ্যালক মামুন মিয়াকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।