
ধনবাড়ী প্রতিনিধি: ঢাকার মিডফোর্ডে যুবদলের সন্ত্রাসীদের হাতে নৃশংসভাবে পুরান ঢাকার ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগ হত্যাকারীদের দ্রুত বিচার এবং সারাদেশে সংগঠিত চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে মধুপুর ও ধনবাড়ীতে।
শনিবার, ১২ জুলাই বিকেলে মধুপুর শিল্প ও বণিক সমিতি, মধুপুর শান্তিকামী ছাত্র জনতা ও ধনবাড়ীতে ছাত্র জনতার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়ে সন্ধ্যায় সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
মধুপুর শান্তিকামী ছাত্র জনতার ব্যনারে বিক্ষোভ মিছিলটি ঢাকা-টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে মধুপুর বাসস্ট্যান্ডের আনারস চত্বরে এসে বিক্ষোভ সমাবেশ করেন ছাত্র জনতা।
এ সময় মধুপুর কলেজ ছাত্র শিবিরের সভাপতি মেহেদী হাসানের সঞ্চালনায় সমাবেশে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মধুপুরের সমন্বয়কারী মো. সবুজ মিয়া, বাংলাদেশ জামায়েতী ইসলামের বায়তুল মাল বিষয়ক সম্পাদক মোকাদ্দস আলী, উপজেলা ছাত্র শিবিরের মাদ্রাসা কার্যক্রম সম্পাদক আল-আমিন, ছাত্র অধিকার পরিষদ মধুপুর উপজেলা শাখার সভাপতি আরিয়ান খান অনিক ও ছাত্র জনতার পক্ষে মাইনুল হাসানসহ অন্যরা বক্তব্য দেন।
অন্যদিকে, বিকেলে চাঁদাবাজ কর্তৃক ঢাকায় ব্যবসায়ী সোহাগকে হত্যার প্রতিবাদ ও সারাদেশে চাঁদাবাজি সন্ত্রাসদের বিরুদ্ধে ধনবাড়ী উপজেলার সর্বস্তরের ছাত্র জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে শেষে ধনবাড়ী ঈদ গাঁ মাঠে সন্ধ্যায় সংক্ষিপ্ত সমাবেশ করেন। সমাবেশে বক্তারা দ্রুত সোহাগ হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির দাবী করে সারাদেশে চাঁদাবাজদের দ্রুত গ্রেপ্তারের দাবী জানান।