ঘাটাইলে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

খেলা ঘাটাইল সংগঠন

ঘাটাইল প্রতিনিধি: ঘাটাইলে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার, ১২ জুলাই বিকালে ঘাটাইল গণ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই ফাইনাল খেলার আয়োজন করা হয়।

 

ঘাটাইল উত্তরপাড়া খেলার মাঠে অনুষ্ঠিত এ ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন সাবেক জাতীয় ফুটবলার ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মো. আমিনুল হক। ঘাটাইল পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও খেলা আয়োজক কমিটির আহবায়ক মোহাম্মদ আলীর সভাপতিত্বে এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট এস এম ওবায়দুল হক নাসিরের তত্বাবধানে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

হাজার-হাজার দর্শকদের উপস্থিতিতে চরম উত্তেজনাপূর্ণ এ ম্যাচে ঘাটাইলের দেউলাবাড়ী অ্যাডভোকেট কাদের স্পোর্টিং একাদশ ২-০ গোলের ব্যবধানে মধুপুর আদিবাসী ফুটবল একাদশকে পরাজিত করে বিজয়ী হয়। পরে অতিথিরা বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল হক ছানা, সাধারণ সম্পাদক হাজী বিল্লাল হোসেন, পৌর বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাসেত করিম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেলাল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামছুল আলম, খেলা আয়োজক কমিটির আহ্বায়ক মোহাম্মদ আলী, যুগ্ম আহবায়ক হাজী আজিজুল ইসলাম, আসাদুজ্জামান আসাদ প্রমুখ। বিপুলসংখ্যক স্থানীয় দর্শক ফাইনাল খেলা উপভোগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *