সখীপুরে ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত

সখিপুর সংগঠন সেমিনার

সখীপুর প্রতিনিধি: সখীপুরে ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার, ১০ জুলাই দুপুরে উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান।

 

ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান রতন কুমার রায় এর সভাপতিত্বে অনুষ্ঠানে বরেণ্য অতিথি ছিলেন জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি মি. ইউজিন নকরেক।

ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এডভোকেট জন যেত্রা ছাড়াও উপজেলা বিএনপি সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজু, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাসেদ মাস্টার, সাংগঠনিক সম্পাদক সিকদার মো. সবুর রেজা, নাসির উদ্দিন, এম ও গণি, মীর আবুল হাশেম আজাদ, উপজেলা কৃষকদল সভাপতি বিল্লাল হোসেন, বিআরডিবি চেয়ারম্যান ফরহাদ ইকবাল, উপজেলা ছাত্রদল আহবায়ক একাব্বর হোসেন প্রমুখ অনুষ্ঠানে বক্তৃতা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *