টাঙ্গাইলে দুই যুগ পর এস‌ডিএস এন‌জিও’র টাকা ফেরত পা‌চ্ছে গ্রাহকরা

অর্থনীতি টাঙ্গাইল সদর পরিবেশ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে ২ যুগ আগে বেসরকা‌রি সংস্থা সোশ্যাল ডেভেলপমেন্ট সংসদ (এসডিএস) এন‌জিওর গ্রাহকরা আদাল‌তের মাধ্যমে টাকা ফেরত পা‌চ্ছেন।

বৃহস্প‌তিবার, ১০ জুলাই দুপুরে জেলা শিশু একা‌ডে‌মি মিলনায়ত‌নে ৩ শতা‌ধিক গ্রাহক‌দের মা‌ঝে সঞ্চয় বইয়ের জমা‌নো টাকা ফেরত দেওয়া হয়।

জানা গে‌ছে, প্রায় দুই যুগ আগে হাজার হাজার গ্রাহকের কোটি কোটি জমা নিয়ে বন্ধ হয়ে যায় এস‌ডিএস। সম্প্রতি এসডিএসের জমি বিক্রি করে আদালতের মাধ্যমে গ্রাহকের জমানো টাকা ফেরত দেয়ার সিদ্ধান্ত হয়। টাঙ্গাইল শিশু একাডেমিতে নাজমুল এগ্রোফিসারিজ অ্যান্ড ডেইরী ফার্মের উদ্যোগে গ্রাহক টাকা ফেরত পান। ঈদের আগেও অর্ধশতাধিক গ্রাহকের মাঝে ৩০ লক্ষাধিক টাকা ফেরত দেয়া হয়।

টাকা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ) ইয়াসির আরাফাত, সরকারি কৌশলী শফিকুল ইসলাম রিপন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানবীর আহম্মেদ, এসডিএসের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হুদা প্রমুখ।

মনোয়ারা বেগম জানান, ২৫ বছর আগে দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সিং এর চাকরি করতেন। সে সময় ২৫ হাজার টাকা জমিয়েছিলেন। তারপর এসডিএসের কার্যক্রম বন্ধ হয়ে যায়। তিনি এই টাকার আশাই ছেড়ে দিয়েছিলেন। দুই যুগেরও বেশি সময় পর টাকা পেয়ে খুশি তিনি। মনোয়ারা বেগম আরো বলেন, এই কষ্টের টাকা ফেরত পাবো তা কল্পনাও করিনি। দীর্ঘদিন পর টাকাগুলো পেয়ে খুব ভাল লাগছে।

টাকা ফেরত পাওয়া মো. ওবায়দুল্ল্যাহ বলেন, ৫০ হাজার টাকা খুব কষ্ট করে জমিয়েছিলাম। টাকাগুলো ফেরত পেয়ে খুবই উপকার হলো। টাকা দিয়ে মেয়ের পড়াশোনার কাজে ব্যয় করতে পারবো।

এসডিএস গ্রাহক কমিটির সভাপতি এডভোকেট সালাম চাকলাদার বলেন, গ্রাহকের টাকা ফেরত দিতে আমরা দীর্ঘদিন আইনী লড়াই করেছি। যাদের ডকুমেন্ট আছে, তাদেরই টাকা দেয়া হচ্ছে।

এসডিএসের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হুদা বলেন, গ্রাহকদের টাকা ফেরত দিতে বিভিন্ন পত্রিকায় বিজ্ঞাপন দেয়া হয়েছে। যাদের কাছে ডকুমেন্ট আছে, তারা আমাদের সাথে যোগাযোগ করলে তাদেরই নির্দিষ্ট পরিমাণ টাকা ফেরত দেয়া হচ্ছে। এ কার্যক্রম সারাদেশেই ছড়িয়ে দেয়া হবে বলে আশ্বাস দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *