এ দেশের প্রকৃত মালিক হলো জনগণ : সুলতান সালাউদ্দিন টুকু

টাঙ্গাইল সদর রাজনীতি সংগঠন স্বাস্থ্য

নিজস্ব প্রতিবেদক: বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, এ দেশের প্রকৃত মালিক হলো জনগণ। অতীতে যখনই জনগণের বিপক্ষে গিয়ে কেউ দেশ পরিচালনা করতে চেয়েছে, তখনই জনগণ তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। পরে সে সরকারই স্বৈরাচারে পরিণত হয়েছে।

 

বৃহস্পতিবার, ৩ জুলাই দুপুরে টাঙ্গাইল মেডিকেল কলেজে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) টাঙ্গাইল শাখা আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানের এক বছর উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নির্বাচন প্রসঙ্গে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, যিনি রাষ্ট্র পরিচালনা করবেন, তিনিই নির্বাচন করবেন। তাহলে নির্বাচন নিয়ে এত ভয় কেন? কেনই বা নির্বাচন দিতে এত আশঙ্কা? তিনি আরো বলেন, নির্বাচন হলেই তারেক রহমান আল্লাহর রহমতে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করবেন। আগামী দিনে আমরা জনগণের পাশে থাকবো। বিএনপি জনগণকে নিয়ে পথ চলতে চায়।

তিনি আরো বলেন, দেশের জনগণ একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দলীয় সরকার দেখতে চায়। সংস্কারের নাম করে নির্বাচন পেছানো যাবে না। কারণ, সংস্কার একটি চলমান প্রক্রিয়া—সংস্কারও চলবে, নির্বাচনও দিতে হবে। তিনি আরও বলেন, বিএনপি শুরু থেকেই নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আন্দোলন করে আসছে। যিনি নির্বাচনে বিজয়ী হবেন, তিনিই রাষ্ট্র পরিচালনা করবেন—এটাই জনগণের প্রত্যাশা।

এ সময় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে সভাপতিত্ব করেন ডাক্তার এম এ মতিন। অনুষ্ঠানটি উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য সৈয়দ শহিদুল আলম টিটুসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *