মধুপুরে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি

কৃষি পরিবেশ মধুপুর

মধুপুর প্রতিনিধি: মধুপুরে সৌন্দর্য ও পরিবেশের ভারসাম্য রক্ষায় তালগাছ শোভাবর্ধন বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের চাড়ালজানি থেকে কাকরাইদ ব্রীজ পর্যন্ত রোপণ কর্মসূচিতে পরিবেশসম্মত বজ্রপাত প্রতিরোধক তালগাছ রোপণ করা হয়। তালগাছের ফাঁকে ফাঁকে লাগানো হচ্ছে শোভাবর্ধনকারী কৃষ্ণচূড়া আর নিমসহ বিভিন্ন প্রতিজাতির বৃক্ষরাজি। বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে এ বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করে মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন।

 

এ সময় মধুপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার খায়রুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল বাছেদ, আব্দুর রহিম রাজু, রিপন আল মেহেদী, মধুপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র মেহেদী হাসান মিনজু, যুবদলের সাবেক নেতা মারফত আলী, এনসিপির মধুপুর শাখার প্রধান সমন্বয়ক সবুজ মিয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচিতে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে পৌর শহরের চাড়ালজানি থেকে কাকরাইদ পর্যন্ত পরিবেশসম্মত তালগাছ, শোভাবর্ধনকারী কৃষ্ণচূড়া, নিমসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হবে। এর মধ্যে ৯০টি তাল, ১০০ কৃষ্ণচূড়া ও নিমসহ ৩০টি অন্যান্য গাছের চারা রোপণ করা হচ্ছে। এসব গাছ বৃদ্ধি পেলে একদিকে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে। অন্যদিকে, গুরুত্বপূর্ণ এ সড়কে ফিরে সৌন্দর্য বৃদ্ধি পাবে।

মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন বলেন, পরিবেশ বান্ধব ও সৌন্দর্য বর্ধন প্রায় দুই শতাধিক গাছ চাড়ালজানি থেকে কাকরাইদ পর্যন্ত রোপণ করা হবে। তালগাছ, কৃষ্ণচূড়া, নিমসহ বিভিন্ন প্রজাতির গাছ রোপন হচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সৌন্দর্য বৃদ্ধি পাবে বলে মনে করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *