ধনবাড়ীতে প্রাথমিক বিদ্যালয়ের তালা কেটে চুরি: পাঠদানে বিঘ্ন!

অপরাধ দুর্ঘটনা ধনবাড়ী শিক্ষা

ধনবাড়ী প্রতিনিধি: ধনবাড়ীর বীরতারার বাজিতপুর দক্ষিণ সরকারী প্রথমিক বিদ্যালয়ে অফিস কক্ষের তালা কেটে আলমিরার তালা ভেঙে প্রজেক্টর চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বুধবার, ২ জুলাই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাদী হয়ে ধনবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিরিনা খানম জানান, মঙ্গলবার (১ জুলাই) রাতে সংঘবদ্ধ একটি চোর চক্র বিদ্যালয়ের তৃতীয় তলায় অফিস কক্ষের দরজার তালা কেটে ভিতরে প্রবেশ করে আলমিরা থেকে প্রজেক্টর চুরি করে নিয়ে যায়। এ সময় আলমিরার বিভিন্ন ড্রয়ারের ভিতরে থাকা ফাইল ও অন্যান্য জিনিসপত্র এলোমেলো করে রেখে যায়। এতে করে শিশু শিক্ষার্থীদের পাঠদানে কিছুটা বিঘ্ন ঘটছে। বুধবার, ২ জুলাই সকালে বিদ্যালয়ে এসে এমন ঘটনা দেখে উপজেলা প্রথমিক শিক্ষা অফিসারকে অবগত করে ধনবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।

তিনি আরো বলেন, এ ঘটনায় বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীসহ শিক্ষকদের আতংষ্ক কাজ করছে। এছাড়াও বিদ্যালয় মাঠে দিনে রাতে অনেক সময় কিছু মাদকাসক্তরা বসে আড্ডা দেয়। এর আগেও বিগত সময়ের প্রধান শিক্ষক থাকা কালীন সময়ে দুইবার স্কুলে চুরির ঘটনা ঘটেছিলো। এ ঘটনায় দ্রুত চোর চক্রদেরকে গ্রেপ্তারসহ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রশাসনের জোর হস্তক্ষেপ কামনা করছি।

বিদ্যালয়ের শিক্ষার্থী রিয়াদ, লামিলা ও তায়েবাসহ অনেকে জানায়, প্রজেক্টর চুরি হওয়ায় আমাদের পাঠদান ব্যহত হচ্ছে। চোর গ্রেপ্তারসহ প্রশাসনের কাছে বিচার দাবী করছি।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইশরাত জাহান ও নোমান মিয়া জানান, প্রজেক্টর দিয়ে যে বিষয়ে পাঠদান করানো হতো চুরি হওয়ায় সে বিষয়ে কিছুটা হলেও ব্যহত হচ্ছে।

স্থানীয় সুরুজ্জামান, হারুন, সোলাইমানসহ এলাকাবাসীরা ক্ষোভ প্রকাশ করে জানান, বিদ্যালয়ে চুরির ঘটনা খুবই দুঃখজনক। প্রশাসনের কাছে দ্রুত চুরির ঘটনায় জড়িত সকলকে গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছি।

ধনবাড়ী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মোস্তফা কামাল জানান, এ ঘটনায় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিনা খানম বাদী হয়ে ধনবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম শহিদুল্লাহ জানান, বীরতারা ইউনিয়নের বাজিতপুর দক্ষিণ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনায় বুধবার বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিরিনা খানম বাদী হয়ে একটি লিখিত অভিযোগ করেছেন। তদন্ত সাপেক্ষে দ্রুত চুরির ঘটনায় চোরচক্রকে দ্রুত গ্রেপ্তারে জোর তৎপরতা চলছে।

ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীন মাহমুদ বলেন, বিদ্যালয়ে চুরির ঘটনাটি অবগত হয়েছি। দ্রুত চোরচক্রকে গ্রেপ্তারে পুলিশ প্রশাসনকে নির্দেশ প্রদান করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *