
কালিহাতী প্রতিনিধি: কালিহাতীতে এইচএসসি পরীক্ষায় নকল সরবরাহের অভিযোগে এক ছাত্রদল নেতা আটক হয়েছেন।
মঙ্গলবার, ১ জুলাই পরীক্ষা চলাকালীন কালিহাতীতে শাহজাহান সিরাজ কলেজ কেন্দ্র থেকে মৃদুল হাসানকে আটক করা হয়।তিনি কালিহাতী শাজাহান সিরাজ কলেজ শাখা ছাত্রদলের সভাপতি। এছাড়া ওই কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিফাত বিন সাদেক বলেন, আটকের পর তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। কালিহাতী কলেজ কর্তৃপক্ষকে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে লিখিতভাবে বলা হয়েছে।
কলেজের অধ্যক্ষ মজিবর রহমান বলেন, ব্যবস্থা গ্রহণের লিখিত নির্দেশনা পেয়েছি। অ্যাসিল্যান্ড এবং কলেজের সিনিয়র শিক্ষকদের সঙ্গে পরামর্শ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
টাঙ্গাইল জেলা ছাত্রদলের সদস্য সচিব মো. আব্দুল বাতেন বলেন, মৃদুল কালিহাতী শাজাহান সিরাজ কলেজ শাখা ছাত্রদলের সভাপতি। কোনো ব্যক্তির দায় দল নেবে না। দলের কেউ অন্যায় কাজের সঙ্গে জড়িত হলে, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, মৃদুল হাসান পুলিশ হেফাজতে রয়েছেন। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, কালিহাতী শাজাহান সিরাজ কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মৃদুল হাসানকে আটকের ঘটনায় দল থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার, ১ জুলাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সিদ্ধান্ত মোতাবেক তাকে দল থেকে বহিষ্কার করা হয়। মঙ্গলবার রাতে ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কালিহাতী শাহজাহান সিরাজ কলেজ ছাত্রদলের সভাপতি মো. মৃদুল হাসানকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো। জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে কোনোরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করা হলো।