নাগরপুরে জলাবদ্ধতায় চরম দুর্ভোগের আরেক নাম খাষ শাহজানী বাজার

অর্থনীতি দুর্ঘটনা দুর্নীতি নাগরপুর পরিবেশ স্বাস্থ্য

সাজেদ ইবনে আজাদ, শাহজানী থেকে ফিরে: নাগরপুর উপজেলার জলাবদ্ধতায় চরম দুর্ভোগের আরেক নাম খাষ শাহজানী বাজার। ভাড়রা ইউনিয়নে অবস্থিত খাষ শাহজানী বাজারের এই জায়গাটি দুর্গম খাল কিংবা নালায় পরিণত হয়েছে।

 

সরজমিনে দেখা যায়, আবেগ ও ভালোবাসায় ভরপুর শত বছরের পুরনো বাজারে যাতায়াতের জন্য প্রধান রাস্তাটি ভাঙাচোরা আর কাঁদা পানিতে নিমজ্জিত। মশা ও কীট পতঙ্গের বংশবিস্তারের আশ্রয়স্থল। এখানে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা হয়। বৃষ্টি হলেই রাস্তাগুলো যেন ছোটখাটো পুকুরে রূপ নেয়।

সড়কে জমে থাকা পানি বাধা সৃষ্টি করে পথচারী, দিনমজুর, শিক্ষার্থী, কর্মজীবীদের। এমনকি রোগীদের জন্য এই পানি হয়ে ওঠে চরম দুর্ভোগের কারণ। ময়লা পচা পানির কারণে স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে। এখানে সুপরিকল্পিত ড্রেন না থাকার কারণে রাস্তায় পানি জমে থাকে। এতে করে সমস্যা বৃদ্ধি পেয়ে যাতায়াতের দুর্ভোগ সৃষ্টি হয়।

স্থানীয় ব্যবসায়ী বাবুল মিয়া, মাসুদ, সুমন, রৌফ, রুবেল, হালিম, লাবলু ও পথচারী জানান, পানি জমে থাকার কারণে রাস্তায় গর্ত হয়েছে। এখানে শিশুসহ বৃদ্ধরা একাধিকবার এই রাস্তায় দুর্ঘটনায় পড়ে আহত হয়েছেন। এখানে জরুরী ভিত্তিতে পদক্ষেপ না নিলে শিশু থেকে বৃদ্ধ যে কোন সময়ে ডেঙ্গু, চর্ম পানিবাহী রোগ ছাড়াও যে কোন বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

স্থানীয় ভুক্তভোগীদের পক্ষ থেকে জনপ্রতিনিধি মেম্বার ও চেয়ারম্যানকে অনুরোধ করা সত্ত্বেও এ পর্যন্ত রাস্তার ড্রেনের ব্যবস্থা ও পানি নিষ্কাশন করা হয়নি। স্থানীয় ব্যবসায়ীগণ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে সরজমিনে এসে রাস্তার চিত্র দেখে জরুরী ভিত্তিতে পানি নিষ্কাশনের জন্য এবং ড্রেন নির্মাণের জোর দাবি জানিয়েছেন।

এ বিষয়ে ভাড়রা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাকির হোসেনের সাথে মোবাইলে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *