কালিহাতীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কায় নিহত ২

কালিহাতী দুর্ঘটনা

কালিহাতী প্রতিনিধি: কালিহাতী উপজেলায় প্রান্তিক পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লেগে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ১০ জন।

শুক্রবার, ২৩ মে বিকেলে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার বাংড়া ইউনিয়নের মূলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

দুর্ঘটনায় নিহতরা হলেন- মির্জাপুর উপজেলার সাকিয়া চড়া গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে এস আলম (৭০) ও ঘাটাইল উপজেলার হামিদপুর ঘোসাইবাড়ী গ্রামের মজিবর রহমানের ছেলে আব্দুস সালাম (৪৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার টাঙ্গাইল থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী প্রান্তিক সুপার পরিবহনের বাস টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়নের মূলিয়া এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বিদ্যুতের পুলে ধাক্কা দিয়ে খাদে পড়ে যায়। এ সময় বিদ্যুতের তার ছিঁড়ে বিদ্যুৎস্পৃষ্টে একজন ও বাসের ভিতরে চাপা পড়ে আরেকজন নিহত হন। এ দুর্ঘটনায় আহত ১০ জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই কামরুল হাসান বলেন, যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লেগে ২ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *