সখীপুরে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস সভা অনুষ্ঠিত

অর্থনীতি কৃষি সখিপুর সেমিনার

সখীপুর প্রতিনিধি: সখীপুরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েশন ইন বাংলাদেশ (পার্টনার) কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি টাঙ্গাইল এর উপপরিচালক কৃষিবিদ মোঃ আশেক পারভেজ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঢাকা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড. মোঃ জাকির হোসেন।

সভায় উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজু, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঢাকা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড, মোঃ জাকির হোসেন, সখীপুর আবাসিক মহিলা কলেজের অধ্যক্ষ আবদুর রউফ মিয়া, সখীপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিয়ন্তা বর্মন, বিআরডিবি চেয়ারম্যান ফরহাদ ইকবাল, প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক এবং পৌরসভা ও উপজেলার ১০টি ইউনিয়নের পার্টনার কংগ্রেস আওতাধীন কৃষকেরা উপস্থিত ছিলেন।

সখিপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান সাজু বলেন, কৃষক এদেশের প্রাণ। কৃষি প্রধান দেশে তাদের ভূমিকাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কাজেই আমরা কৃষকদের নিয়ে গর্ববোধ করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *