
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে গ্রেপ্তার হওয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের শহর শাখার সভাপতি মীর ওয়াসেদুল হক তানজিলের ৫ দিনের রিমাণ্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ রিমান্ডের আদেশ দেন। এর আগে টাঙ্গাইল সদর থানার পুলিশ তানজিলকে ৭ দিনের রিমাণ্ড আবেদন করে আদালতে প্রেরণ করে।
বৃহস্পতিবার ভোরে ঢাকার উত্তরা দিয়াবাড়ি থেকে তানজিলকে গ্রেপ্তার করে টাঙ্গাইল সদর থানার পুলিশ। গ্রেপ্তারকৃত তানজিল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ টাঙ্গাইল শহর শাখার সভাপতি। তানজিলের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬টি মামলা রয়েছে বলে পুলিশ সূত্র জানায়।
এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তানজিলের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ টি মামলার মধ্যে ২টি হত্যা মামলা রয়েছে। দুপুরে টাঙ্গাইল শহরের মারুফ হত্যা মামলায় ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়।