মাভাবিপ্রবিতে আত্মহত্যা প্রতিরোধে বিশেষ সেমিনার অনুষ্ঠিত

অপরাধ টাঙ্গাইল সদর ফিচার শিক্ষা সেমিনার

মাভাবিপ্রবি প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) আত্মহত্যা প্রতিরোধ ও সচেতনতা বাড়াতে ‘মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস টক ফর সুইসাইড প্রিভেনশন অ্যান্ড রিকগনিশন সিরেমনি’ শীর্ষক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার, ২১ মে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনে ওই বিশেষ সেমিনারটি অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে মাভাবিপ্রবি রিডার জোন এবং সখার স্টুডেন্টস নেটওয়ার্ক (এসএসএন), মাভাবিপ্রবি চ্যাপ্টার। আয়োজনে রিফ্রেশমেন্ট স্পনসর হিসেবে ছিল দেশবন্ধু গ্রুপ এবং মিডিয়া পার্টনার হিসেবে সহযোগিতা করে দৈনিক কালবেলা।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ। মূল আলোচক হিসেবে বক্তব্য দেন মনোরোগ বিশেষজ্ঞ প্রফেসর ড. মেজর (অব.) আবদুল ওহাব। তিনি ‘সংকট মোকাবিলার কৌশল: মানসিক চাপে থাকা শিক্ষার্থীদের প্রতি কার্যকর সাড়া দেওয়ার পদ্ধতি’ শীর্ষক বিষয়ে আলোকপাত করেন তিনি।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. মো. ফজলুল করিম এবং দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার মো. ইদ্রিসুর রহমান। আয়োজকদের মতে, এই সেমিনারের মূল উদ্দেশ্য ছিল মানসিক স্বাস্থ্য বিষয়ে শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করা এবং আত্মহত্যার মতো দুঃখজনক ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেওয়া।

প্রধান অতিথি বলেন, ‘আত্মহত্যা একটি ভয়াবহ সামাজিক সমস্যা, যা শুধু একটি ব্যক্তির জীবনকেই নিভিয়ে দেয় না তার পরিবার, বন্ধুবান্ধব এবং পুরো সমাজকেই এক গভীর বেদনার সাগরে ভাসিয়ে দেয়।’

তিনি আরও বলেন, ‘আমরা জানি, প্রত্যেক মানুষের জীবনেই কোনো না কোনো সময়ে হতাশা, দুশ্চিন্তা ও মানসিক চাপ আসে। তবে মনে রাখতে হবে, এই কঠিন সময়ও পার হয়ে যায়। জীবনের কোনো সমস্যাই আত্মহত্যার মাধ্যমে সমাধান হতে পারে না। তাই আমাদের দায়িত্ব পরিবার, বন্ধু, সহপাঠী ও সহকর্মীদের পাশে দাঁড়ানো। সহানুভূতি, সহযোগিতা এবং মানসিক স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর মাধ্যমে আমরা এই ভয়াবহ প্রবণতা প্রতিরোধ করতে পারি।’

এ ছাড়া যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন সোচ্চার-টর্চার ওয়াচডগ বাংলাদেশের ট্রমা ম্যানেজমেন্ট অ্যান্ড সাপোর্ট বিভাগের সুমাইয়া তামান্না ‘সহানুভূতিমূলক পরিবেশ গড়ে তোলা ও একটি নিরাপদ ক্যাম্পাস নির্মাণ’ এবং সুমাইয়া তাসনিম ‘মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা এবং আত্মহত্যা প্রতিরোধে সতর্ক সংকেতগুলো শনাক্ত করা’ শীর্ষক বিষয়ে আলোচনা করেন।

সেমিনার সঞ্চালনা করেন রিডার জোন এর সাধারণ সম্পাদক রাহাদুল ইসলাম। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *