টাঙ্গাইলে জীবনমান উন্নয়ন প্রকল্পের সেমিনার অনুষ্ঠিত

আইন আদালত টাঙ্গাইল সদর সেমিনার

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের (দ্বিতীয় ফেজ) অবহিতকরণ সেমিনার জেলা প্রশাসকের সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার, ১৭ মে দুপুরে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শরীফা হক। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক (প্রতিষ্ঠান-২) মোহাম্মদ রেজাউর রহমান।

জেলা সমাজ সেবার উপপরিচালক মো. তৌহিদুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. ফরাজী মুহাম্মদ মাহবুবুল আলম মঞ্জু, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল আজিজ, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. আবদুর রাজ্জাক, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা তাহলিমা জান্নাত প্রমুখ। এছাড়া, সেমিনারে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধি ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

সেমিনারে প্রান্তিক বিভিন্ন পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিস্তারিত আলোচনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *