
নিজস্ব প্রতিবেদক: জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশনের টাঙ্গাইল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও দৈনিক স্বাধীন সংবাদের স্টাফ রিপোর্টার সাংবাদিক উজ্জ্বল মিয়ার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার, ১৭ মে বেলা ১১ টায় টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশনের টাঙ্গাইল জেলা শাখার সভাপতি তাইজুল ইসলাম টুটুলের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে হামলাকারী চিহ্নিত সন্ত্রাসী ও হুকুমদাতা কায়ছার রেজভী রিপন, হামলার বাস্তবায়নকারী শিউলী মেম্বার ও তার ছেলে কিশোর গ্যাং লিডার শিহাব, ছোট ছেলে কিশোর গ্যাং সদস্য ছোয়াদ, মাজিদুল ইসলাম ও সোহাগসহ জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে স্বাধীন সাংবাদিকতা হুমকির মুখে পড়বে। সাংবাদিক উজ্জ্বল মিয়ার ওপর ন্যক্কারজনক হামলা প্রমাণ করে, কুচক্রি মহল সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বাধা সৃষ্টি করতে চায়।
হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের আল্টিমেটাম দিয়ে সাংবাদিকরা বলেন, যদি দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় না আনা হয়, তবে সাংবাদিক সমাজ আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।