নাগরপুরে সরকারি বইবোঝাই ট্রাক জব্দ: পলাতক প্রধান শিক্ষক

অপরাধ দুর্নীতি নাগরপুর শিক্ষা

নাগরপুর প্রতিনিধি: নাগরপুর উপজেলার মোকনা ইউনিয়নের একটি স্কুল থেকে সরকারি বইবোঝাই একটি ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার, ১৫ মে দুপুরে এ ঘটনার পর থেকে উপজেলা মোকনা ইউনিয়নের আগদিঘুলিয়া এম বোরহান উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবর রহমান পলাতক রয়েছেন।

 

স্থানীয়রা জানায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মজিবর রহমান সরকারি বই ২০ টাকা কেজি দরে কালো বাজারে বিক্রি করে দিয়েছিলেন। ক্রেতা ট্রাক বোঝাই করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা ইউএনওকে খবর দেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা উপস্থিত হয়ে ক্যাম্পাস থেকে বইসহ ট্রাকটি জব্দ করেন। বইগুলো মির্জাপুর নিয়ে যাওয়া হচ্ছিল।  প্রধান শিক্ষক মো. মজিবর রহমানের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে বলেও স্থানীয়রা জানান।

এ ব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা নাদির আহাম্মেদ জানান, ২০২৫ সালের বইসহ একটি ট্রাক জব্দ করে থানায় পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে এবং ৪ দিনের মধ্যে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

স্কুল পরিচালনা কমিটির সভাপতি মাহাবুর রহমান বলেন, বই বিক্রি বিষয়টি আমি জানি না। খোঁজ নিয়ে বিস্তারিত জানাবো। তবে এ ব্যাপারে শিক্ষক মোঃ মজিবর রহমানের মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি মোবাইল রিসিভি করেননি।

নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা বইসহ ট্রাক জব্দ করে থানায় পাঠিয়েছেন। অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *