
ভারতীয় ক্রিকেটে ‘রোহিত-পরবর্তী যুগ’ এখনও শুরু হয়নি, তার আগেই বড় ধাক্কা—টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বিরাট কোহলি। বিসিসিআইকে এই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন কোহলি, যদিও বোর্ড এখনো তাঁকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছে।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর বরাত দিয়ে বিসিসিআই সূত্র জানিয়েছে, ইংল্যান্ড সফরের আগে এমন এক সময় কোহলির সম্ভাব্য বিদায়ে গভীর উদ্বেগে পড়েছে ভারতীয় বোর্ড। এর ঠিক দুই দিন আগেই রোহিত শর্মা টেস্ট থেকে অবসরের আভাস দেন। ফলে আসন্ন পাঁচ টেস্টের ইংল্যান্ড সিরিজে ভারতের ব্যাটিং লাইনআপ হতে পারে অভিজ্ঞতাহীন।
টেস্টে কোহলির পরিসংখ্যান চোখে পড়ার মতো। ভারতের হয়ে ১২৩ ম্যাচে ৯,২৩০ রান, গড় ৪৬.৮৫। তবে গত পাঁচ বছরে পারফরম্যান্সে পড়েছে ভাটা—৩৭ টেস্টে মাত্র ১,৯৯০ রান ও মাত্র তিনটি শতক। সদ্য অস্ট্রেলিয়া সফরে তার গড় ছিল ২৩.৭৫, যেখানে সাতবার আউট হয়েছেন অফস্টাম্পের বাইরের বলে।
এমনকি চলতি আইপিএলে ১১ ম্যাচে ৫০৫ রান করে তিনি রয়েছেন দুর্দান্ত ফর্মে। তবে কোহলির মধ্যে টেস্ট ক্রিকেটের মানসিক চাপ ও ধৈর্যের ভার যেন স্পষ্টভাবেই ক্লান্তির ছাপ ফেলেছে।
এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে বিদায় নেন কোহলি। এবার টেস্ট থেকেও তার সম্ভাব্য বিদায়ে ভারত হারাতে যাচ্ছে এক যুগের টেস্ট অভিজ্ঞতা ও নেতৃত্বগুণ।
নতুন নেতৃত্বে শুবমান গিলের নাম শোনা যাচ্ছে, তবে রোহিত-কোহলি বিহীন ভারতের সামনে অপেক্ষা করছে কঠিন সময়।
তবে এখনো বিসিসিআইয়ের অনুরোধে কোহলি আনুষ্ঠানিক ঘোষণা দেননি। অন্তত এক সিরিজের জন্য তাকে ফেরানো যায় কি না—এখন সেই চেষ্টাতেই ব্যস্ত বোর্ড।