
ভারত-পাকিস্তান উত্তেজনার মাঝেই বলিউডে ‘অপারেশন সিঁদুর’ নামে সিনেমা তৈরির ঘোষণা ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। নির্মাতারা যুদ্ধ পরিস্থিতি চলাকালেই সিনেমার পোস্টার প্রকাশ করলে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।
নেটিজেনদের অভিযোগ, সেনাদের জীবনবাজি রেখে লড়াইকে ‘বাণিজ্যিক সুযোগ’ হিসেবে ব্যবহার করছে বলিউড। পোস্টারটিতে যুদ্ধের আবহে বন্দুকধারী জওয়ানের ছবি এবং লেখা— “ভারত মাতা কি জয়: অপারেশন সিঁদুর”।
এর আগেও ‘উরি’, ‘শেরশাহ’, ‘ঘাজি অ্যাটাক’-এর মতো সিনেমা মুক্তি পেয়েছিল ভোটের আগে। এবারও জাতীয়তাবাদ উসকে দিয়ে রাজনৈতিক ফায়দা তোলার অভিযোগ তুলেছেন সমালোচকরা।