সখীপুরে ককটেল হামলায় দুই সহোদর আহত: গ্রেপ্তার ১

অপরাধ আইন আদালত দুর্ঘটনা সখিপুর

সখীপুর প্রতিনিধি: সখীপুর উপজেলায় কথা-কাটাকাটির জেরে দুই ভাইয়ের ওপর ককটেল হামলার অভিযোগ পাওয়া গেছে। ককটেল বিস্ফোরণে আহত দুজনকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার কাকড়াজান ইউনিয়নের গড়বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

 

আহত দুই ভাই হলেন উপজেলার তৈলধারা গ্রামের আবু সাঈদের ছেলে মাসুম পারভেজ (৫৫) ও মঞ্জুর মোর্শেদ (৪৩)। আহত মাসুম রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন বলে জানিয়েছেন তাঁর ছেলে সনেট পারভেজ।

এ ঘটনায় আজ শুক্রবার বেলা ১১টায় আহত দুই ভাইয়ের বাবা আবু সাঈদ বাদী হয়ে সখীপুর থানায় একটি মামলা করেন। পুলিশ গতকাল রাতে আটক ইমরুল হাসান (২৩) নামের এক তরুণকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়েছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যার দিকে গড়বাড়ি গ্রামের আসাদুল ইসলামের সঙ্গে আহত দুই ভাইয়ের কথা–কাটাকাটি হয়। রাত সাড়ে ১১টার দিকে দুই সহোদর দুটি মোটরসাইকেলে গড়বাড়ি বাজার থেকে তৈলধারা গ্রামে নিজের বাড়িতে ফিরছিলেন। পথে বারমুন্ডলিয়া এলাকায় পৌঁছালে অভিযুক্ত ব্যক্তিরা তাঁদের গতিরোধ করে তিনটি ককটেল ছুড়ে পালিয়ে যান। এতে দুইভাই গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান ও পরে রাজধানী ঢাকায় পাঠানো হয়।

ককটেল বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং উপজেলার গড়বাড়ি গ্রামের আবুল কাশেমের ছেলে ইমরুল হাসানকে আটক করে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন বলেন, তিনজনকে আসামি করে মামলা করা হয়েছে। একজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *