
চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে আর্সেনালকে অ্যাগ্রিগেট ৩-১ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে প্যারিস সাঁ জার্মেই (পিএসজি)। ম্যাচ শেষে ‘লিগ ওয়ান’কে হেয় করা সমালোচকদের কটাক্ষ করে ব্যঙ্গাত্মক মন্তব্য করেন পিএসজি কোচ লুইস এনরিকে—“হ্যাঁ, আমরাই সেই ‘কৃষকদের লিগ’, যারা এবার ফাইনালে খেলবে।”
প্রথম লেগে আর্সেনালের মাঠে ১-০ গোলে জয় পাওয়ার পর ফিরতি লেগে ঘরের মাঠে ২-১ ব্যবধানে জেতে পিএসজি। ম্যাচে ফাবিয়ান রুইজ ও আশরাফ হাকিমি গোল করেন পিএসজির হয়ে; আর্সেনালের হয়ে সান্ত্বনার গোলটি করেন বুকায়ো সাকা।
এই জয়ে এক মৌসুমেই ইংল্যান্ডের চার ক্লাব—ম্যানচেস্টার সিটি, লিভারপুল, অ্যাস্টন ভিলা ও আর্সেনালকে হারাল ফরাসি জায়ান্টরা। এনরিকে বলেন, “আমরা পেশাদারিত্ব আর মানসিকতার সঙ্গে খেলেছি। আর্সেনাল ভালো খেলেছে, কিন্তু দুই লেগ মিলিয়ে আমরাই শ্রেষ্ঠ।”
এখন পিএসজির সামনে রয়েছে ট্রেবল জয়ের সুবর্ণ সুযোগ। লিগ ওয়ান এরই মধ্যে জিতে নিয়েছে তারা। ২৪ মে ফরাসি কাপ ফাইনালে রেইমসের বিপক্ষে নামবে, আর ৩১ মে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে মুখোমুখি হবে ইন্টার মিলানের। এনরিকে বলেন, “ইন্টার অভিজ্ঞ, তবে আমরাও ট্রফির জন্য প্রস্তুত। এখন উদযাপন করব, তারপর পরিকল্পনা।”