শুভমান গিলকে টেস্ট অধিনায়ক ভাবছে ভারত বাদ বুমরাহ!

শুভমান গিলকে টেস্ট অধিনায়ক ভাবছে ভারত বাদ বুমরাহ!

খেলা

রোহিত শর্মার টেস্ট ক্রিকেট থেকে বিদায়ের পর, ভারতের টেস্ট দলের নতুন অধিনায়ক হিসেবে শুভমান গিলকে বিবেচনা করছে বিসিসিআই। আগামী ২০ জুন থেকে ইংল্যান্ডের হেডিংলিতে শুরু হওয়া পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ দিয়েই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে পা রাখবে ভারত, আর সেখান থেকেই গিলের অধিনায়কত্বের সূচনা হতে পারে।

ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, যশপ্রীত বুমরাহকে উপেক্ষা করে গিলকে টেস্টের নতুন নেতা হিসেবে দায়িত্ব দেওয়ার কথা ভাবছে নির্বাচক কমিটি। যদিও সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে রোহিতের অনুপস্থিতিতে বুমরাহ টেস্টে ভারতের নেতৃত্ব দিয়েছিলেন, তবে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা মাথায় রেখে তাকে ইংল্যান্ড সফরে বিশ্রামে রাখা হতে পারে কিছু ম্যাচে। বিশেষ করে পিঠের চোট কাটিয়ে ওঠার পর তাকে অতিরিক্ত চাপ থেকে বিরত রাখতে চায় টিম ম্যানেজমেন্ট।

জিতু আগারকারের নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল চলতি মাসের শেষ দিকে ইংল্যান্ড সফরের জন্য দল ঘোষণা করবে। সেখানেই গিলকে দীর্ঘমেয়াদি নেতৃত্বে আনার সম্ভাবনা সবচেয়ে বেশি।

২৫ বছর বয়সী গিলের এখনও পর্যন্ত টেস্ট বা ওয়ানডে ফরম্যাটে অধিনায়কত্বের অভিজ্ঞতা না থাকলেও, ২০২৪ সালের জিম্বাবুয়ে সফরে তিনি ভারতের টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দিয়েছেন। এছাড়া গুজরাট টাইটান্সের অধিনায়ক হিসেবে আইপিএলে তার নেতৃত্ব প্রশংসিত হয়েছে।

টেস্ট ক্যারিয়ারে গিল এখন পর্যন্ত ৩২ ম্যাচে ৩৫.০৫ গড়ে করেছেন ১৮৯৩ রান। তার ঝুলিতে রয়েছে পাঁচটি সেঞ্চুরি ও সাতটি হাফ-সেঞ্চুরি।

চলতি আইপিএলে ব্যাট হাতে ও নেতৃত্বে উজ্জ্বল পারফরম্যান্স দেওয়া গিলকে ভারতের টেস্ট দলের ভবিষ্যৎ কাণ্ডারি হিসেবে দেখছে বোর্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *