
পাকিস্তানের ভূখণ্ডে ভারতীয় অভিযানের প্রতিবাদে নিজেদের সেনাবাহিনীর প্রতি সংহতি জানাচ্ছেন দেশটির শীর্ষ ক্রীড়াবিদরা। ভারতের ‘অপারেশন সিঁদুর’ অভিযানের প্রেক্ষাপটে পাকিস্তানও পাল্টা জবাব দিচ্ছে বলে দাবি করছে দেশটির কর্তৃপক্ষ।
এই উত্তেজনাকর পরিস্থিতিতে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্স একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি, আবদুল্লাহ শফিক, জামান খান ও মোহাম্মদ নাঈম বলছেন, “আমরা আমাদের সশস্ত্র বাহিনীকে ভালোবাসি, আমরা গর্বিত পাকিস্তানি, আমরা এক জাতি, পাকিস্তান জিন্দাবাদ।”
এছাড়া অলিম্পিকে পদকজয়ী অ্যাথলেট আরশাদ নাদিম, ব্যাটার মোহাম্মদ হারিস, এবং সাবেক অধিনায়ক শোয়েব মালিকও সামাজিক মাধ্যমে সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধা ও একাত্মতা প্রকাশ করেছেন।
শোয়েব মালিক ফেসবুকে লিখেছেন, “আমার দেশের মানুষ, আমার সশস্ত্র বাহিনী— সবাই আমরা মাতৃভূমি রক্ষায় ঐক্যবদ্ধ। পাকিস্তান জিন্দাবাদ, এখন ও সব সময়ের জন্য।”
এই জাতীয় বার্তাগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। পাকিস্তানি ক্রীড়াবিদদের এই অবস্থানকে দেশপ্রেমের প্রকাশ বলেই দেখছে অনেকে।