
তিন বছর আগে একাদশ শ্রেণিতে পড়াকালীন শখের বশে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে যাত্রা শুরু করেছিলেন তাবাসসুম ছোঁয়া। ধীরে ধীরে ক্যামেরার সামনে দাঁড়ানো থেকে অভিনয়ে পা রাখেন। যদিও শুরুতে বিষয়টি সিরিয়াসভাবে নেননি, তবে গত বছর ‘তিলোত্তমা’ নাটকে ‘নূরী’ চরিত্রে অভিনয় করে নজর কাড়েন।
এবারের ঈদে ‘দেনা পাওনা’ নাটকে ‘নিপা’ চরিত্রে তার অভিনয় দর্শকের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। নাটকে তার বিপরীতে ছিলেন এলেন শুভ্র। এই নাটকই ছোঁয়াকে এনে দিয়েছে নতুন পরিচিতি—এখন দর্শকরা তাকে ‘নিপা’ নামেই চিনে।
ছোঁয়া বলেন, “বাইরে গেলে মানুষ এখন ‘নিপা’ বলেই ডাকে। প্রথমে লজ্জা পেলেও এখন ভালো লাগছে।”
অভিনয়ের পাশাপাশি সিনেমাটোগ্রাফি, পরিচালনা ও সম্পাদনার দিকেও আগ্রহ রয়েছে তার।
পছন্দের অভিনেত্রী হিসেবে ছোঁয়া মুগ্ধ শাবানা, মেহজাবীন, সাই পল্লবী ও তাপসী পান্নুর অভিনয় ও ব্যক্তিত্বে।
শখের শুরু এখন হয়ে উঠছে পেশাদার যাত্রা—আর তাতে সঙ্গী হচ্ছে দর্শকের ভালোবাসা।