
ছোট পর্দার অভিনেত্রী অহনা রহমান ও অভিনেতা শামীম হাসান সরকারের সম্পর্ক ও বিচ্ছেদ ঘিরে সাম্প্রতিক সময়ের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে নতুন বিতর্ক। বিচ্ছেদের পর অহনার বিভিন্ন সাক্ষাৎকারে ‘সাবেক’ প্রেমিককে নিয়ে নেতিবাচক মন্তব্য করায়, অনেকেই ধরে নিয়েছিলেন সেই সাবেক শামীমই।
বিষয়টি নিয়ে বিব্রত শামীম এক সংবাদ সম্মেলনে বলেন, অহনা যাকে ‘সাবেক’ বলে আখ্যায়িত করেছেন, তিনি নন। বরং অভিনেত্রীর পাঁচ বছরের সম্পর্ক ছিল ‘বরবাদ’ সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয়ের সঙ্গে। নিজের সঙ্গে অহনার সম্পর্ক মাত্র সাত মাসের ছিল বলেও জানান শামীম। দাবি করেন, অহনাই নাকি একসঙ্গে দুই জনের সঙ্গে সম্পর্কে ছিলেন।
শামীম আরও জানান, অহনার এক সাক্ষাৎকারে সাবেক প্রেমিককে ‘অমানুষ’ ও ‘জানোয়ার’ বলার পর অনেকে ফেসবুকে তাকে দায়ী করছেন। এমনকি, অভিনেত্রী প্রিয়াংকা প্রিয়াও সেই সাক্ষাৎকার শেয়ার করে তার দিকে অভিযোগের তীর ছুড়েছেন বলে দাবি করেন তিনি।
এদিকে, শামীমের এসব মন্তব্যের পর অহনা ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে পাল্টা প্রতিক্রিয়া জানান। তিনি লেখেন, “ডাবল টাইমিং? আপনি যা বলেছেন, তা কি ঠিক?” পাশাপাশি তিনি সংবাদকর্মীদের উদ্দেশে অনুরোধ জানান, তাকে অন্যের গল্পে না জড়িয়ে নিউজ হেডলাইন না করতে।
প্রসঙ্গত, এর আগে প্রিয়াংকা প্রিয়া শামীম হাসান সরকারের বিরুদ্ধে শারীরিক নির্যাতন ও ধর্ষণের হুমকির অভিযোগ এনেছেন। পাল্টা সাফাই দিয়ে শামীম জানান, সেসব ভিত্তিহীন, এবং সত্যতা প্রমাণে শুটিং স্পটের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করার আহ্বান জানান তিনি।