জাতীয় স্টেডিয়ামে ফিরছে আন্তর্জাতিক ফুটবল হামজা-শমিতের অভিষেকে উচ্ছ্বসিত সমর্থকরা

জাতীয় স্টেডিয়ামে ফিরছে আন্তর্জাতিক ফুটবল হামজা-শমিতের অভিষেকে উচ্ছ্বসিত সমর্থকরা

খেলা

দীর্ঘ সংস্কারের অবসান ঘটিয়ে আবারও প্রাণ ফিরে পাচ্ছে দেশের ঐতিহ্যবাহী বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে আন্তর্জাতিক ফুটবল। লাল-সবুজের জার্সিতে অভিষেক হতে পারে কানাডাপ্রবাসী ফুটবলার শমিত সোমের, সঙ্গে থাকবেন উদীয়মান তারকা হামজা। নতুন এই জুটিকে ঘিরে উচ্ছ্বসিত দেশের ফুটবলপ্রেমীরা।

ম্যারাথন সংস্কার কাজের কারণে দীর্ঘদিন ধরে বন্ধ ছিল জাতীয় স্টেডিয়াম। তবে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে ফিরছে প্রতিযোগিতামূলক ফুটবল। বাফুফে জানিয়েছে, চলতি মাসের ২২ তারিখের মধ্যে মাঠ বুঝে পাবে তারা। এদিকে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে পুরোদমে।

মাঠে বসানো হয়েছে আধুনিক এলইডি ক্যানোপি লাইট, ফলে আলো ঘিরে থাকা অনিশ্চয়তা কেটে গেছে। এছাড়া মশাল গেটের দু’পাশে গ্যালারিতে নতুনভাবে বসানো হচ্ছে ভুল জায়গায় স্থাপিত ৪০৮টি চেয়ার। মাঠের সৌন্দর্য বর্ধনের অংশ হিসেবে ইউরোপীয় স্টাইল অনুসরণ করে দড়ি দিয়ে ছক কেটে ডিজাইন তৈরি করা হচ্ছে মাঠজুড়ে।

দর্শকরা দীর্ঘদিন ধরে এই মাঠে খেলা দেখার সুযোগ থেকে বঞ্চিত ছিলেন। তাই হামজা-শমিতদের অভিষেক ও জাতীয় স্টেডিয়ামে ফুটবলের প্রত্যাবর্তন একসঙ্গে রোমাঞ্চ ছড়াচ্ছে সমর্থকদের মাঝে। এই ম্যাচ ঘিরেই দেখা যাচ্ছে ফুটবলে নতুন জোয়ারের আভাস।

বাংলাদেশ ফুটবলের জন্য এটি হতে যাচ্ছে এক ঐতিহাসিক মুহূর্ত। সেই মাহেন্দ্রক্ষণের স্বাক্ষী হতে প্রস্তুত হচ্ছে মাঠ, প্রস্তুত হচ্ছে গ্যালারিও। সমর্থকদের আগ্রহও ছুঁয়েছে নতুন উচ্চতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *