
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দুর্দান্ত ব্যাটিংয়ে বড় স্কোর গড়েছে বাংলাদেশ ‘এ’ দল। টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো না হলেও পরে ঘুরে দাঁড়ায় দলটি। ওপেনার পারভেজ হোসেন ইমন শুরুতেই ফিরে যান, তবে ইনিংসের ভিত গড়ে দেন টপ অর্ডার ব্যাটাররা।
এরপর অধিনায়ক নুরুল হাসান সোহান ও মাইদুল ইসলাম অঙ্কনের জোড়া সেঞ্চুরিতে চাপে পড়ে কিউই বোলাররা। শেষ পর্যন্ত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৪৪ রানের বড় সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ ‘এ’ দল।
সোহান ও অঙ্কনের এই ইনিংস মুগ্ধ করেছে সাবেক জাতীয় দলের ওপেনার ও নির্বাচক হান্নান সরকারকে। ফেসবুকে তিনি লেখেন, “অঙ্কন আর সোহানের কাছে প্রত্যাশা যেমন, ঠিক তেমন ক্রিকেটটাই খেলে যাচ্ছে দুজনই। দুজনের ব্যাটেই সেঞ্চুরি দেখে খুবই ভালো লাগছে।”
তিনি আরও বলেন, “জাতীয় দলের হয়েও যখন সুযোগ আসবে, ওরা যেন এমন সেরা ক্রিকেটটাই দেশের মানুষকে উপহার দিতে পারে— এটাই কামনা। সিনিয়রদের অনুপস্থিতিতে ব্যাটিং লাইনআপে যেই ঘাটতি তৈরি হতে পারে, ওরা যেন তা পূরণ করতে পারে।”
এই ম্যাচে ব্যাট হাতে সোহান ও অঙ্কনের এমন পারফরম্যান্স ভবিষ্যতে জাতীয় দলে সুযোগ পাওয়ার সম্ভাবনাকে আরও উজ্জ্বল করে তুলেছে।