
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলেছে খুলনার তরুণদের তৈরি রাজনৈতিক ব্যঙ্গাত্মক ভিডিও কনটেন্ট ‘পার্টি অফিস’, যা প্রকাশের চার দিনের মধ্যেই ৩৩ লাখেরও বেশি দর্শক দেখেছেন।
‘যার নেই কোনো গতি, তার অবলম্বন রাজনীতি’—এই বার্তাকে হাস্যরসের মোড়কে উপস্থাপন করেই দর্শকদের মন জয় করেছে ভিডিওটি। এতে তুলে ধরা হয়েছে কীভাবে জনপ্রিয়তা নয়, বরং ক্ষমতার আশপাশে থাকা, লোক ভাড়া করে মিছিল করা ও নেতাগিরির নামে স্বার্থ হাসিল করাই অনেক নতুন রাজনৈতিক দলের লক্ষ্য হয়ে উঠেছে।
ভিডিওর গল্পে দেখা যায়, ব্যবসায় ক্ষতির মুখে পড়ে ফজল ভাই নামের এক ব্যক্তি রাজনীতিকে সবচেয়ে লাভজনক পথ হিসেবে দেখে নিজেই গড়ে তোলেন নতুন একটি দল এবং নিজেই হন প্রেসিডেন্ট। সাদা পাঞ্জাবি, নীল কোট পরে স্লোগান দেন—‘আমার দলে নেতা ভরা, কেউ দুর্নীতি করে না’। এরপর শুরু হয় প্রতীক খোঁজা, ক্ষমতার লড়াই এবং দলের প্রচার-প্রচারণার হাস্যরসাত্মক উপস্থাপন।
এই কনটেন্ট নির্মাণ করেছেন রাকিব-জিসান জুটি। তারা বলেন, বিনোদনের মাধ্যমে সমাজের অসঙ্গতি তুলে ধরতে ও সচেতনতা বাড়াতে এ ধরনের ব্যতিক্রমী কনটেন্ট তৈরি করছেন। প্রায় ২৫ মিনিটের এই ভিডিওতে দেশের রাজনৈতিক বাস্তবতা যেমন মজার ছলে ফুটে উঠেছে, তেমনি দর্শকরা পেয়েছেন টানটান বিনোদনও।
সুস্থ ধারার ব্যতিক্রমী এই ব্যঙ্গাত্মক ভিডিও কনটেন্ট ইতোমধ্যেই দর্শকদের দৃষ্টি কাড়তে সক্ষম হয়েছে এবং নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।