
পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলার পর পাল্টা প্রতিক্রিয়ায় ভারতীয় পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান। এই ঘটনায় অন্তত তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসলামাবাদ। যুদ্ধাবস্থার জেরে বন্ধ রয়েছে দুই দেশের একাধিক বিমানবন্দর। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল-কলেজও।
তবে এই টান টান উত্তেজনার মধ্যেও অব্যাহত রয়েছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ—আইপিএল। দেশের এমন পরিস্থিতিতে আইপিএল চলা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই।
ভারতের একাধিক গণমাধ্যম জানিয়েছে, পরিস্থিতির কারণে বিদেশি ক্রিকেটারদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এদিকে আইপিএল আয়োজন নিয়ে বিসিসিআই সরকারের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে আছে বলে জানিয়েছেন টুর্নামেন্টের চেয়ারম্যান অরুন ধুমাল।
তিনি বলেন, “দেশই সবার আগে। সরকার যা সিদ্ধান্ত নেবে, আমরা সেটার পাশে থাকব। কঠিন সিদ্ধান্তের প্রয়োজন হলে, আমরা প্রস্তুত।”
আইপিএলের ১০ দলের মধ্যে ইতোমধ্যে কয়েকটি প্লে-অফের দ্বারপ্রান্তে রয়েছে, যেমন গুজরাট টাইটান্স, রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও পাঞ্জাব কিংস। বাদ পড়ে গেছে সানরাইজার্স হায়দ্রাবাদ, রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংস। গ্রুপ পর্বের ম্যাচগুলো এখন শেষের দিকে, এবং ২৫ মে অনুষ্ঠিত হবে ফাইনাল।
তবে ভারত-পাকিস্তান উত্তেজনা যেভাবে বাড়ছে, তাতে আইপিএলের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে বিসিসিআই।