বিদায়ের আগে বন্ধুকে নিয়ে অভিনেত্রী শবনম ফারিয়ার আবেগঘন স্মৃতিচারণ

বিদায়ের আগে বন্ধুকে নিয়ে অভিনেত্রী শবনম ফারিয়ার আবেগঘন স্মৃতিচারণ

বিনোদন

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া প্রায়ই সামাজিক মাধ্যমে নিজের ভাবনা, অভিজ্ঞতা ও নানা অনুভূতি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন। এবার তিনি জানালেন এক ঘনিষ্ঠ বন্ধুর বিদায় ঘিরে তার অনুভূতির কথা।

সোমবার (৬ মে) রাতে ফেসবুকে এক আবেগঘন পোস্টে বন্ধু বেনজিরের সঙ্গে কিছু ছবি শেয়ার করেন ফারিয়া। ছবির ক্যাপশনে লেখেন—“কথা ছিল তাকে নিয়ে ম্যাচিং শাড়ি পরে পহেলা বৈশাখে ঘুরতে যাব। সময়, সুযোগ, ড্রাইভার আর ট্রাফিকের কারণে এখনো তা হয়ে ওঠেনি। এর মধ্যে সে অভিমান নিয়ে স্ট্যাটাসও দিয়ে ফেলেছে।”

ফারিয়া জানান, একাধিকবার তার বাসায় গিয়েছেন, বাইরে বেরও হয়েছেন, কিন্তু শাড়ি পরে নয়—সেই আক্ষেপ এখনো রয়ে গেছে।

পোস্টে তিনি আরও লেখেন, “আজকের একটা সন্ধ্যা আমার প্রিয় মানুষগুলোর সাথে। বেনজির সামনের মাসেই চলে যাবে, তখন এই ছবিগুলো দেখেই মন খারাপ হবে জানি। যখন ও দেশে থাকে, মনে হয় আছেই তো, দেখা হবে। কিন্তু যখন চলে যায় মনে হয়—ইস! আরেকটু সময় যদি কাটাতে পারতাম।”

সবশেষে ফারিয়া লেখেন, “এই আফসোস কোনো দিন শেষ হবে না জানি। এইটাও জানি, এটাই জীবন—এটাই এডাল্টহুড!”

শবনম ফারিয়ার এই পোস্ট মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে, যেখানে অনেকেই নিজেদের জীবনের মিল খুঁজে পান তার কথায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *