
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে চুক্তিতে ফিরেছেন সাবিনা খাতুন, সানজিদা আক্তার, মনিকা চাকমাসহ বিদ্রোহী ১৮ নারী ফুটবলারের ১০ জন। ভুটানে অবস্থান করা অবস্থায় অনলাইনে তারা নতুন চুক্তিতে সই করেন।
ফেব্রুয়ারিতে কোচ পিটার বাটলারের বিরুদ্ধে অভিযোগ তুলে চুক্তির বাইরে ছিলেন এ ফুটবলাররা। বাফুফে তখন অন্য ৩৫ জন খেলোয়াড়ের সঙ্গে চুক্তি করলেও বিদ্রোহীদের বাদ দেয়। এবার চুক্তিতে মোট ফুটবলার সংখ্যা দাঁড়িয়েছে ৫৩।
চুক্তিতে তিনটি বেতন ক্যাটাগরি রাখা হয়েছে। সিনিয়ররা সর্বোচ্চ ৫৫ হাজার টাকা, জুনিয়ররা পাবেন ২০ হাজার টাকা করে। সাবিনারা বেতন বাড়িয়ে চুক্তিতে ফিরেছেন বলে বাফুফে সূত্র জানিয়েছে।
৩১ মে ও ৩ জুন জর্ডান ও ইন্দোনেশিয়ার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য সাবিনা, মনিকা, রুপনা, শামসুন্নাহার ও মারিয়াকে ক্যাম্পে ডেকেছেন কোচ বাটলার।
তবে চুক্তি নিয়ে দলের ভেতরে অসন্তোষও রয়েছে। পারফরম্যান্স যাচাই না করেই কিছু খেলোয়াড়ের বেতন বাড়ানো নিয়ে ক্ষোভ জানিয়েছেন অন্য ফুটবলাররা।