টাঙ্গাইলে কলোনী উচ্ছেদের প্রতিবাদে হরিজন জনগোষ্ঠীর মানববন্ধন

টাঙ্গাইল সদর মানববন্ধন সংগঠন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে এলজিইডি ও কিছু অসাধু ব্যক্তি কর্তৃক শহরের থানা পাড়া পুরাতন হরিজন কলোনী উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের সহযোগিতায় জেলা হরিজন জনগোষ্ঠীরা এই কর্মসূচির আয়োজন করে।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের উপদেষ্টা বাবু হরিজন, জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রনজিত হরিজন, হরিজন যুব ঐক্য পরিষদের সভাপতি গৌতম হরিজন প্রমুখ। এতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন জেলা শাখার সভাপতি ফাতেমা রহমান বীথি।

বক্তারা বলেন, পুনর্বাসন ছাড়া হরিজনদের উচ্ছেদ নয়। ব্রিটিশ শাসন আমল থেকে টাঙ্গাইলের থানাপাড়া পুরাতন হরিজন কলোনিতে বংশ পরম্পরায় বসবাস করে আসছে সমাজের পিছিয়ে পড়া অনগ্রসর হরিজন জনগোষ্ঠী। এই কলোনিতে নিরীহ হরিজনদের উচ্ছেদ করে বহুতল ভবন নির্মাণ পাঁয়তারা করছে একটি কুচক্রী মহল। হরিজনেরা দরিদ্র শ্রেণীর মানুষ। শহর নগরায়ন পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করে জীবন জীবিকা নির্বাহ করে। হরিজনদের বাইরে কেউ বাসা ভাড়া দিতে চায় না। হোটেল রেস্তোরায় খেতে দেওয়া হয় না। জীবনের প্রতিটি সেক্টরে হরিজনরা বৈষম্যের শিকার।

বক্তারা আরও বলেন, পুনর্বাসন না করে হঠাৎ উচ্ছেদ করে দিলে আমরা কোথায় যাব? কোথায় থাকবো? আমরা দিন আনি দিন খাই। আমরা প্রশাসনের কাছে অনুরোধ করব, হরিজনদের আগে পুনর্বাসন করেন তারপর উচ্ছেদ করেন। আমাদের এই হরিজন কলোনিতে জায়গা পরিমান ৮৪ শতাংশ এবং ৪০ শতাংশের মধ্যে পৌরসভার বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলাবিহীন যে জায়গা রয়েছে সেই জায়গা বহুতল ভবন নির্মাণ হোক এবং দলিলসহ হরিজনদের নামে ফ্লাট বরাদ্দের দাবি করেছেন সেখানে বসবাসরত হরিজনরা।

মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে তারা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *