
আসন্ন গায়ানা গ্লোবাল সুপার লিগে (জিএসএল) শিরোপা ধরে রাখতে অংশ নিচ্ছে বাংলাদেশের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছে টুর্নামেন্ট আয়োজকরা।
২০২৫ সালের জিএসএল অনুষ্ঠিত হবে ১০ জুলাই থেকে ১৮ জুলাই পর্যন্ত, গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে।
২০২4 সালে অনুষ্ঠিত প্রথম আসরে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে শিরোপা জিতেছিল রংপুর রাইডার্স। ফাইনালে তারা পরাজিত করেছিল ক্রিকেট ভিক্টোরিয়াকে।
গত আসরে দলটির অধিনায়ক ছিলেন উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান। ধারণা করা হচ্ছে, এবারের আসরেও তিনিই নেতৃত্বে থাকবেন।
রংপুর রাইডার্স ২০১৭ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শিরোপা জয়ের পর থেকে ধারাবাহিকভাবে শক্তিশালী পারফরম্যান্স উপহার দিয়ে যাচ্ছে। এবার তাদের লক্ষ্য আন্তর্জাতিক পর্যায়ে সেই সাফল্যের ধারা অব্যাহত রাখা।
জিএসএল চেয়ারম্যান স্যার ক্লাইভ লয়েড বলেন, “২০২৪ সালের চ্যাম্পিয়নদের আবারও স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। রংপুর রাইডার্স দক্ষতা ও পেশাদারিত্বের মাধ্যমে দারুণ উত্তেজনা এনেছিল এবং সত্যিই তারা যোগ্য বিজয়ী ছিল।”