কাপুরুষোচিত অপারশেন সিঁদুর প্রসঙ্গে পাকিস্তানি দুই অভিনেত্রীর নিন্দা

কাপুরুষোচিত অপারশেন সিঁদুর প্রসঙ্গে পাকিস্তানি দুই অভিনেত্রীর নিন্দা

বিনোদন

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর থেকেই চরম উত্তেজনায় রয়েছে ভারত ও পাকিস্তান। হামলার ঘটনায় পাল্টাপাল্টি বিবৃতি এবং কূটনৈতিক প্রতিক্রিয়ার পর দুই প্রতিবেশী দেশের মধ্যে শুরু হয়েছে সরাসরি পাল্টাপাল্টি হামলা।

ভারত গতকাল গভীর রাতে পাকিস্তানশাসিত কাশ্মীর এবং পাকিস্তানের অভ্যন্তরে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, অন্তত ছয়টি স্থানে ২৪টি হামলা চালানো হয়েছে। এতে এখন পর্যন্ত ৮ জন নিহত এবং ৩৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

পাকিস্তানও ভারতকে জবাব দিয়েছে পাল্টা হামলার মাধ্যমে। তারা দাবি করেছে, ভারত-শাসিত কাশ্মীরের ভিম্বর গলি এলাকায় গোলা নিক্ষেপ করা হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, মেন্ধার অঞ্চলে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এতে কমপক্ষে তিন ভারতীয় নাগরিক নিহত হয়েছেন।

সীমান্ত উত্তেজনার প্রভাব পড়েছে দুই দেশের সংস্কৃতি অঙ্গনেও। ভারতীয় অভিনেতারা সরকারের অভিযানের প্রশংসা করলেও পাকিস্তানি তারকারা সামাজিক মাধ্যমে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন।

পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান ইনস্টাগ্রামে লেখিকা ফাতিমা ভুট্টোর একটি পোস্ট শেয়ার করে বলেন, “আল্লাহ আমাদের দেশকে রক্ষা করুন, যেন ভালো বোধ জাগে। আমিন।”
অন্যদিকে অভিনেত্রী হানিয়া আমির এক শব্দে ভারতের হামলাকে “কাপুরুষোচিত” বলে মন্তব্য করেন।

দুই তারকার পোস্টে পাকিস্তানি অনুরাগীদের ক্ষোভও স্পষ্টভাবে ফুটে উঠেছে। কেউ কেউ ভারতকে পাল্টা জবাব দেওয়ার আহ্বান জানিয়েছেন, আবার অনেকেই যুদ্ধ নয়, শান্তির ডাক দিয়েছেন।

বিশ্লেষকদের মতে, এই ধরনের সামরিক উত্তেজনা দ্রুত নিয়ন্ত্রণে না আনলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *