অহনার প্রাক্তন নিয়ে মুখ খুললেন শামীম নাম বললেন পরিচালক হৃদয়ের

অহনার প্রাক্তন নিয়ে মুখ খুললেন শামীম নাম বললেন পরিচালক হৃদয়ের

বিনোদন

কিছুদিন আগে একটি সাক্ষাৎকারে অভিনেত্রী অহনা তার প্রাক্তন প্রেমিককে “জানোয়ার” আখ্যা দেন, যা নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয় তুমুল আলোচনা। অনেকে ধারণা করেছিলেন, তিনি অভিনেতা শামীম হাসান সরকারকে ইঙ্গিত করছেন। তবে তখনই শামীম দাবি করেন, সেই ব্যক্তি তিনি নন।

শেষ পর্যন্ত, বিষয়টি স্পষ্ট করলেন শামীম নিজেই। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি জানান, অহনার কথিত সেই প্রাক্তন আসলে বরবাদ সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয়। শামীম বলেন, “সেই প্রাক্তনের কথা অহনা বলেছে, সে আমি না। ওর সঙ্গে ৬-৭ বছরের সম্পর্ক ছিল অহনার। আমি যখন ওর সঙ্গে বন্ধুত্ব করি, তখনও তাদের সম্পর্ক চলছিল। এ কারণেই আমার সঙ্গে সম্পর্ক টেকেনি।”

এর আগে এক সাক্ষাৎকারে অহনা বলেন, “আমার প্রাক্তন একটা জানোয়ার, ভয়ংকর লেভেলের অমানুষ। ওকে দেখার পর অন্য মানুষের ওপর থেকে বিশ্বাস উঠে গেছে।” সেই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হলে অনেকেই শামীমকে জড়িয়ে মন্তব্য করেন। এতে ক্ষোভ প্রকাশ করেন শামীম, বলেন—“বিয়ের পরও আমাকে এসব ট্যাগ ইনবক্সে পেতে হয়েছে।”

এ নিয়ে অহনার পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *