
নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্ট—স্থানীয় সময় তখন গভীর রাত। লাল গালিচা আলো করে প্রবেশ করলেন বলিউডের বাদশাহ শাহরুখ খান। কালো স্যুট, মুর্শিদাবাদি সিল্কের মোঘল অনুপ্রাণিত লং কোট, হাতে বাঘের মাথা বসানো ঝকঝকে লাঠি, গলায় হীরাখচিত বিশাল ‘K’ লকেট—সব মিলিয়ে যেন এক রাজকীয় আবহ। আর এই উপস্থিতিতেই ইতিহাস গড়লেন কিং খান।
এই প্রথমবারের মতো কোনো ভারতীয় পুরুষ অভিনেতা হিসেবে মেট গালায় অংশ নিলেন শাহরুখ খান। ৫৯ বছর বয়সী এই তারকার উপস্থিতি শুধু নজরকাড়া ছিল না, বরং এবারের মেট গালার মূল থিম ‘The Garden of Time’-এর এক অনন্য ব্যাখ্যায় রূপ পেলেন তিনি।
ডিজাইনার সব্যসাচী মুখার্জির তৈরি পোশাকে শাহরুখের লুকটি ছিল নিখুঁতভাবে ঐতিহ্য ও আধুনিকতার মিশেল। কালো ট্রাউজার ও খোলা ‘ক্রেপ দে চাইন’ শার্টের সঙ্গে মিলিয়ে গলায় ঝুলছিল রাজকীয় অলংকার, যা মুহূর্তেই আলোচনার কেন্দ্রে চলে আসে।
মেট গালায় ক্যামেরার সামনে দাঁড়িয়ে শাহরুখ খান মজা করে বলেন, “আমার লুকটা একটু র্যাপারদের মতো মনে হচ্ছে।” তিনি আরও জানান, ফ্যাশন দুনিয়া তার জন্য নতুন হলেও সব্যসাচীর পরামর্শেই এই অভিজ্ঞতায় অংশ নিয়েছেন।
তিনি বলেন, “আমি সাধারণত জিন্স আর টি-শার্টেই স্বাচ্ছন্দ্যবোধ করি। নিউইয়র্ক সফরের সময় একদিন কাটিয়েছি নিখুঁত জিন্স খুঁজতে। কারণ, আমি সত্যিই জিন্সের লোক।”
শাহরুখের পাশাপাশি এদিন আরও অংশ নেন ভারতীয় তারকারা—কিয়ারা আদভানি, গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ এবং প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। তবে আলোচনার শীর্ষে ছিলেন একাই কিং খান।
মেট গালার মতো আন্তর্জাতিক ফ্যাশন মঞ্চে শাহরুখ খানের এই অভিষেক শুধু তার ক্যারিয়ারের নতুন অধ্যায় নয়, ভারতীয় সিনেমার ইতিহাসেও এক গুরুত্বপূর্ণ মাইলফলক।