হিরো আলমের বিরুদ্ধে ধ'র্ষণ ও গর্ভপাত ঘটানোর অভিযোগে মা'মলা

হিরো আলমের বিরুদ্ধে ধ’র্ষণ ও গর্ভপাত ঘটানোর অভিযোগে মা’মলা

বিনোদন

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ ও গর্ভপাত ঘটানোর অভিযোগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার (৫ মে) বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ এই মামলা দায়ের করেন এক নারী।

মামলায় হিরো আলমসহ আরও পাঁচজনকে আসামি করা হয়েছে বলে জানিয়েছেন বগুড়া কোর্ট ইন্সপেক্টর মোসাদ্দেক হোসেন। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন এবং বগুড়া পিবিআই পুলিশ সুপারকে এ বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, অভিনয়ের সুযোগের আশ্বাস ও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে হিরো আলম ওই নারীকে একাধিকবার ধর্ষণ করেন। পরে মৌলভী ডেকে বিয়ের রীতিতে ‘কবুল’ পড়িয়ে বিভিন্ন স্থানে একসঙ্গে বসবাস শুরু করেন এবং শর্ট ফিল্ম তৈরির কথা বলে তার কাছ থেকে ১৫ লাখ টাকা ধার নেন।

অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়, কাবিন করার জন্য চাপ দিলে হিরো আলম ওই নারীকে বগুড়ার বাড়িতে নিয়ে গিয়ে গর্ভপাত ঘটাতে বলেন। রাজি না হওয়ায় ২১ এপ্রিল তাকে মারধর করা হয়। পরে রক্তক্ষরণ শুরু হলে স্থানীয় ক্লিনিকে এবং পরবর্তীতে শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে ২৬ এপ্রিল পর্যন্ত চিকিৎসাধীন ছিলেন তিনি।

অভিযোগ সম্পর্কে হিরো আলম গণমাধ্যমে বলেন, “আমি ওই নারীকে চিনি না। আমাকে ফাঁসানোর জন্য মিথ্যা মামলা করা হয়েছে। বিষয়টি আইনিভাবে মোকাবিলা করব।”

এই ঘটনা নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *